বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

ফ্রান্স ও বেলজিয়াম আত্মঘাতি বোমা হামলায়, ফ্রান্স প্রবাসি বাংলাদেশিদের নিন্দা

ফ্রান্স ও বেলজিয়াম আত্মঘাতি বোমা হামলায়, ফ্রান্স প্রবাসি বাংলাদেশিদের নিন্দা


সাকিব আহমদ মুছাফ্রান্স থেকে- বিগত দিন কয়েক আগে, ফ্রান্স এর রাজধানী প্যারিসে, ১২৯ জন নিহত, ৩৫২ জন আহত, ৯৯ জন শংকা যুক্ত ও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের  বিমানবন্দর, একটি police মেট্রো ট্রেন স্টেশনে, আত্মঘাতি বোমা হামলার ঘটনায় গোটা ইউরোপীয়ান সহ ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের চোখে, মুখে, ব্যাপক আতঙ্কের আবাস দেখা দিচ্ছে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে, গতকাল সন্ধ্যা ৭ ঘটিকা হইতে রাত অন্তত ৯ ঘটিকা পর্যন্ত। এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিস শহর এর "অভারভিলার এক হল রোমে, ফ্রান্স মানবাধিকারে সিনিয়র  সহ-সভাপতি জনাব শাহ জাহান শাহী এর সভাপতিত্বে ফ্রান্স মানবাধিকারে সাধারণ সম্পাদক- মাসুদ হায়দার এর পরিচালনায়, ফ্রান্স মানবাধিকার সংগঠনের কর্মী - জহিরু ইসলা, দৈনিক ড্রিম সিলেট অনলাইন নিউজের প্রতিনিধি সাংবাদিক- সাকিব আহমদ মুছা, ফ্রান্স আওয়ামী লীগ সংগঠনের কর্মী- সুমন আহমদ, ফ্রান্স মানবাধিকার সংগঠনের সদস্য- রাজু মিয়া, ফ্রান্স মানবাধিকার সংগঠনের কর্মী- নাছির উদ্দিন, ফ্রান্স মানবাধিকার সংগঠনের কর্মী- জামিল আহমদ, ফ্রান্স মানবাধিকার সংগঠনের কর্মী- আরিফ ( ১), ফ্রান্স মানবাধিকার সংগঠনের সদস্য- আরিফ(২), ফ্রান্স মানবাধিকার সংগঠনের সদস্য- মস্তাক হুসেন।

এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম আলী, জমসর আলী, জুয়েল আহমদ, নাজিম উদ্দিন, সুহেল মিয়া, মাহবুব আলম, জুবেল  আহমে, নুরুল ইসলাম, সয়ফুল আলম সহ অন্যান্য। 

বক্তারা বলেন ফ্রান্সে আত্মঘাতি বোমা হামলা ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার তার পার্শ্ব বর্তী দেশ বেলজিয়ামে একই ভাবে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটল। এ ঘটনায় বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসের মেট্রো স্টেশনে ২০ জন ও বিমানবন্দরে ১০ জন নিহতের সংবাদ জানাগেছে। প্রাথমিক হিসাবে। তাই আজ আমরা ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশের লোকজন  সহ গোটা ইউরোপিয়ান মানুষজন আঙ্কে-আতঙ্কিত। এদিকে বোমা হামলার পর থেকে ফ্রান্স ও বেলজিয়াম সহ গোটা ইউরোপ জোড়ে আইন শৃঙ্খল ও শান্তি রক্ষী বাহিনী আত্মঘাতি বোমাহামলা কারী  ইসলামিক স্টেট (আইএস) ঠকাতে ব্যাপক অভিযান সহ না না ধরনে পদক্ষেপ অব্যাহত রাখছেন।

ইতিমধ্যে দেখা গেছে ফ্রান্স ও বেলজিয়ামে হমলার পর থেকে ইউরোপিয়ান দেশ গোলোর মধ্যে দেয়াল উঠছে। যেখানে ছিলো ইউরোপিয়ান দেশ গুলি মু্ক্ত, স্বাধীন দেয়াল বিহীন। ফ্রান্স ও তার পার্শ্ববর্তী দেশ বেলজিয়ামে হামলার বিষয়টি ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের মতান্তরে অত্যন্ত দু:খ জনক ও লজ্জা জনক আমরা তার নিন্দা জানাই। মানবাধিকারের এই দেশগুলিতে হামলার সাথে যেই জড়িতো হক না কেন থাকে দ্রুত আইনের মধ্য দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার সহ মানবাধিকার লঙ্গ জতিন কারনে শাস্তি দেয়া হোক।

বর্তমানে আমরা  ফ্রান্সে ৬০-৭০ হাজারের মতান্তরে বাংলাদেশি নাগরিকগন অবস্থান করি। আত্মঘাতি বোমা হামলার পর থেকে ফ্রান্স ও বেলজিয়াম সহ গোটা ইউরোপিয়ানে আইনের কি পরিবর্তন আসে সেটা নিয়ে ও অনেকে বাংলাদেশি মেনের মধ্যে আতংক বিরাজ করছেন। যদিও ঐ আত্মঘাতি বোমা হামলার সাথে বাংলাদেশি লোকজন যদি ও জড়িত না। তার পর ও বিশেষ করে ফ্রান্স প্রবাসী বাংলাদিশি ফ্রান্স সরকারের নতুন আইনের নিয়ম, নিতির প্রতি গুরুত্বের সাথে নজর রাখছেন। 

বুধবার, ৩০ মার্চ, ২০১৬

www.journalistsakib.blogspot.com

www.journalistsakib.blogspot.com

www.journalistsakib.blogspot.com

৪৬তম মহান স্বাধীনতা দিবস পালন করল ফ্রান্স আওয়ামী লীগ



৪৬তম মহান স্বাধীনতা দিবস পালন করল ফ্রান্স আওয়ামী লীগ

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- ৪৬তম মহান ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ফ্রান্স আওয়ামী লীগ এর উদ্যোগে। এক বিশাল আলোচনা সভার অনুষ্ঠান। ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের মেট্রো "হুসের" একটি রেস্তুরায় গত কাল সন্ধ্যা ৭ ঘটিকা হইতে রাত অন্তত ১২ ঘটিকা পর্যন্ত। যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে পালন করল ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশ ফ্রান্স আওয়ামী লীগ। 
ফ্রান্স আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়াহেদ বার তাহের এর সভাপতিত্বে, ফ্রন্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক- আবুল কাশেম এর পরিচালনায়, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির উপদেষ্ঠা মন্ডলীর  চেয়ারম্যান- জনাব মিজান চৌ: মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ সহ-সভাপতি-কামরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক- আলী হোসেন (অল ইউরোপীয়ান কর্মজীবীলীগ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-শাহ জাহান শাহী ফ্রান্স আওয়ামী লীগ ,প্রচার সম্পাদক-নুরুল হক ভূয়া ফ্রান্স আওয়ামী লীগ, আমিন খান হাজারী ফ্রান্স আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধা মনু মিয়া ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদ সভাপতি- মিয়া জামিরুল ইসলাম ফ্রান্স আওয়ামী লীগ , সাধারণ সম্পাদক-ওবায়দুল ইসলাম রুহেল ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগ, পারভেজ রশিদ ফ্রান্স আওয়ামী লীগ নেতা, আসাদু জ্জামান সুমন ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগ, সহ-প্রচার সম্পাদক- মাছুম আহমদ ফ্রান্স আওয়ামী লীগ, খালেদ আহমদ ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগ, এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হাসান আহমেদ, সাহুদ আহমেদ, দেলোয়ার হোসেন, সালেহ আহমেদ, রাসেল আহমেদ, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম (জুয়েল), আজাদুর রহমান, সাদিকুর রহমান, রুমেল আহমেদ, জহির উদ্দিন, সুহেব আহমেদ, জাবুল আহমেদ সহ অন্যান্য।

এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক-বেদিক তুলে ধরে বলেন, ২৫শে মার্চ কালোরাতে পশ্চিম পাকিস্তানী পাক হানাদার বাহীনী বাঙ্গালী জাতীর উপর পরিকল্পিত ভাবে গণহত্যার কথা। প্রতিবাদে রাস্তায় নামে আসে লাখ বাঙ্গালী। কিন্তু দু:খের বিষয় পশ্চিম পাকিস্তানের পাকহানাদার বাহিনী একই মধ্য রাতে গ্রেপতার করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেপতার হবার আগে ২৫শে মার্চ কালোরাত ১২ ঘটিকার পর ২৬শে মার্চের শুরুতে বাংলাদেশ স্বাধীনতার ঘোষনা দেন শেখ মুজিব। আর বলেন এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই। ৩০ লক্ষ্য শহীদ আর ২ লক্ষ্য মা বোনের উজ্জত সহ জেল খানায় জাতীয় ৪ নেতা হত্যা ও জাতীর পিতা বঙ্গবন্ধুর ৯মাস জেল কাটা এমন কি স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা সহ তারই আলোকে আজ বাংলাদেশ বিশ্বের মানচি্এ একটি লাল সবুজ পতাকার স্বাধীন শোনার বাংলার রাষ্টের পরিচিতি।


স্মরণ করি ভারতের ইন্দিরা গান্দির কথা, যিনি দীর্ঘ ৯মাস বাংলাদেশ যুদ্ধ বিধবস্ত থাকা কালীন সময়, ১কোটি বাঙ্গালী রিফোজি আশ্রয় দেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মদান কারী সকল শহীদদের কথা। তার সাথে স্মরন করি স্ব-পরিবারে জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যার কথা। যার জন্ম না হলে বাংলাদেশ আজ লাল সবুজ পতাকা নিয়ে বিশ্বের মানচি্এ একটি স্বাধীন রাষ্টের পরিচিতি হতো না। জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোনার বাংলা গড়া। তাই তারই সু-যোগ্য কন্যা বাংলার মাটি ও মানুষের মা বর্তমান প্রধান মনএী জন নেএী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্ত বায়িত করতে একধাপ এগিয়ে এলেও শোনার বাংলা গড়ার লক্ষ্যে ইতি মধ্যে আরো না না পদক্ষেপ গ্রহন করছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদশেকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসে গড়ে বাংলার সর্বস্থরের মানুষ জনকে উপহার স্বরুপ প্রধান করা বঙ্গবন্ধুর কন্যা জন নেএী শেখ হাসিনার অঙ্গীকার। এই কাজকে বাদাগ্রস্থ করতে অতিথেও ইতি মধ্যে দেশে না না ষড়যন্র সহ মুক্তি যুদ্ধের ঘাতক দালাল, আলবদর-আল শামস্ ১৮-১৯ বার জননেএী শেখ হাসিনা কে হত্যার চেষ্টা করছে। শেখ হাসিনার লক্ষ্য তার বাবার স্বপ্নের শোনার বাংলা গড়া। তাই ইতি মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে যুদ্ধ পরাধী ও মানবতা বিরুধী কয়েক নেতার ফাসি হয়েছে। আমরা আশাকরি বাকীদের ও দ্রুত আইনের মধ্যে দিয়ে ফাসি দিয়ে জাতীকে কলংক মুক্ত করে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিবেন ও নতুন প্রজন্মকে মুক্তি যুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করে দেশ থেকে মৌলবাদী, জঙ্গী, ১৯৭১ সালের ঘাতক দালাল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরুধী দেশে অস্তিতিশীল সৃষ্টি কারীদের হটিয়ে বাংলার সর্বস্থরের জনগন কে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে জননেএী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মডেল রাষ্টের পরিণত হবে।

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

www.journalistsakib.blogspot.com

www.journalistsakib.blogspot.com

www.journalistsakib.blogspot.com

ফ্রান্সে মহান স্বাধীনতা দিবস পালন বঙ্গবন্ধু পরিষদ

ফ্রান্সে মহান স্বাধীনতা দিবস পালন বঙ্গবন্ধু পরিষদ 

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- মহান জাতীয় স্বাধীনতাদিবস উদ্যাপন উপলক্ষ্যে ফ্রান্স বঙ্গবন্ধু পিরষদের উদ্যোগেhttps://journalistsakib.blogspot.com/ ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্দনর্দ। ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ অফিসে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরে নৈশভোজের ব্যবস্থা।

গতকাল ২৬ শে মার্চ ২০১৬ সন্ধ্যা ৭ ঘটিকা হইতে রাত অন্তত ১২ ঘটিকা পর্যন্ত ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এবি এম শাহ্ জাহানের সভাপতিত্বে ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ হায়দারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপ ঢাকা ইউনির্ভাসিটির অধ্যাপক ও গবেষক ড.সৈয়দ কামাল, বিশেষ অতিথে-মুক্তিযোদ্ধা জনাব তসলিম হেলাল, মুক্তিযোদ্ধা শামসুল আলিম।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সালেহ আহমদ, জাহাঙ্গীর আলম, এনাম উদ্দীন, পারভেজ রশিদ খান, লিটন বড়ুয়া, জহিরুল ইসলাম রানা (সাংবাদিক), ওমর ফারুক (সাংবাদিক), সফর উদ্দীন স্বপন (প্রচার সম্পাদক ফ্রান্স), জসিম উদ্দীন সারুন, মোতালেব মিয়া, সাইফুল ইসলাম খান, শাহ্ জাহান শাহী, মাহবুবুল হক কয়েছ, আলী আজম খানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে-আতাউর রহমান বেনু, মুন্নি খন্দকার ও আরো অন্যান্য বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স।

সভা চলার প্রতমার্ধে জাতীর পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধে আত্মধান কারী সকল শহীদদের স্মরনে গভীর শোক প্রকাশ সহ শ্রদ্ধা নিবেধনের মধ্যদিয়ে স্মরণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বঙ্গবন্ধুর ৯মাস জেল, স্বপরিবারে হত্যা ও বঙ্গবন্ধুর খুনী সহ মুক্তি যুদ্ধের সময় মানবতা বিরোধিদের বিচার তার সাথে স্মরণ করেন ভারতের ইন্দিরা গান্দিকে যিনি মুক্তি যুদ্ধ চলাকালে বিপুল পরিমানে বাংলাদেশি রিফুজি আশ্রয় দেন। জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাগড়ার। সে স্বপ্ন বাস্থবায়নে তারই সু-যোগ্য কন্যা  মাননীয় প্রধান মন্রী জন নেএী শেখ হাসিনা বঙ্গ বন্ধুর আদর্শে দিরে দিরে সোনার বাংলা গড়ার বাস্থ বায়নে ইতি মধ্যে আরো ব্যাপক পদক্ষেপ গ্রহণ সহ বাংলাদেশ সামনে এগিয়ে আসছে।

তরই আলোকে বক্তারা বলেন আজ বাংলাদেশ বিশ্বের মানচি্এ একটি স্বাধীন রাষ্টের পরিচিতি সুখি সমৃদ্ধি দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া সোনার বাংলা। কিন্তু দু:খের বিষয় বাংলাদেশে এখন জঙ্গী, মৌলবাদী , ইসলাম ধর্ম নামধারী, ইসলামী ব্যাবসায়ী ক্ষমতার লোভে রাজনৈতি ফায়দা লোটার লক্ষ্য হাসিলে সাধারণ মানুষ জনের মধ্যে না না ধরনের বৃব্রান্তী সৃষ্টি করে আসছে। তাই আমাদের আওয়ামীলীগ সহ দেশের সর্বস্থরের মানুষজনের সজাগ থাকা ও নতুন প্রজন্মকে আগামীর সোনার বাংলাগড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধের ইতিহাসের প্রতি অবগত করে সঠিক লক্ষ্যে এগিয়ে নেয়া। বঙ্গবন্ধুর কন্যা জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের সর্বস্থরের মানুষজনদের সাথে নিয়ে দেশে শান্তির লক্ষ্যে দেশ থেকে জঙ্গী, মৌলবাদী , ইসলাম ধর্ম নামধারী, ইসলামী ব্যাবসায়ীদের কালো অপশ শক্তিকে দ্বংস করার লক্ষ্যে কাজ করা ।

তাছাড়া দিবসটি উপলক্ষ্যে  পরিবেশিত হয় দেশাত্ম বোধক গান, আবৃতি, নাটক ও প্রিতিভূজ।

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

নতুন হত্যার বিচারের উদ্যোগে ফ্রান্সএ মানববন্ধন এর ডাক দিলো বাংলাদেশি।।

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- বাংলাদেশ কুমিল্লা জেলা। কুমিল্লা ভিক্টরিয়া কলেজের ২য় বর্ষের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী "তনু" সোহাগী জাহান তনু কে, নির্মম ভাবে হত্যা, ধর্ষণের সাথে জড়িত কালো অপশক্তি ধারি  ক্ষমতাবান ব্যাক্তিদের চিন্হিত করে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে ‘ প্রান্স প্রবাসী প্যারিসে অবস্থানরত বাংলাদেশি মানুষের প্রাণের দাবি।

শুক্রুবার থেকে প্যারিসের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থরের সংগঠন সহ সাধারণ মানুষজনের এক জুড়ালো আওয়াজ কুমিল্লা­ ভিক্টরিয়া কলেজের ছাএী নতুন হত্যা, দ্রুত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য প্যারিসের ছাত্র সমাজ, সাংবাদিক সমাজ, সংস্কৃতি কর্মী, সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, নারী সংগঠন, রাজনৈতিক সংগঠন ও সাধারণ জনগণকে অংশগ্রহণ করে প্রতিবাদ কর্মসূচীতে একাত্মতা ঘোষণা এবং দোষী ব্যক্তিদের প্রতি ঘৃণা প্রকাশের আহবান জানানো হয়।

আগামী সোমবার (28/03/2016) দুপুর 3 ঘটিকা, প্যারিসের প্লাস দ্যু রিপাবলিক তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচী সফল করতে প্যারিস স্থানীয় অস্থানীয় লোকদের সহযোগিতা কামনা করা হয়।

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ছাত্রদল সভাপতি সাঈদ আটক

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে র‌্যাব-৯ এর একটি দল ধরে নিয়ে গেছে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্https://journalistsakib.blogspot.comযাব-৯ এর পক্ষ থেকে সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে সাঈদের গ্রেফতার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
ছাত্রদল নেতা সাঈদ আহমদের বড় ভাই অধ্যাপক ফরিদ আহমদ জানান- শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন যুবক উপশহরস্থ ¯িপ্রং টাওয়ারে সাঈদের বাসায় যান। তারা নিজেদেরকে র‌্যাব-৯ এর সদস্য পরিচয় দেন। র‌্যাব-৯ এর পরিচয়পত্র দেখিয়ে তারা সাঈদ আহমদকে বাসা থেকে ধরে নিয়ে যান।
সাঈদ আহমদকে র‌্যাব ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।
র‌্যাব-৯ এর পরিচালক (মিডিয়া) ফখরুল ইসলাম সিলেটভিউ২৪ডটকমকে বলেন- জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের কোন অফিসিয়াল তথ্য তার কাছে নেই। অবশ্য বিভিন্ন ফেইসবুক আইডিতে ছাত্রদলের কিছু সংখ্যক নেতা কর্মী ছাত্রদলের নেতা সাঈদ আহমদ আটক জানিয়ে পোষ্ট করেন
দলীয় সূত্রে জানা যায়- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com

https://journalistsakib.blogspot.com









www.journalistsakib.blogspot.com/

www.journalistsakib.blogspot.com/

24 bd news sylhet bangladesh: ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পাল...

24 bd news sylhet bangladesh: ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পাল...: ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পালন" শ্রদ্ধার সাথে স্মরন বঙ্গবন্ধুর জন্মদিন সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- ...

ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পালন" শ্রদ্ধার সাথে স্মরন বঙ্গবন্ধুর জন্মদিন

ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পালন" শ্রদ্ধার সাথে স্মরন বঙ্গবন্ধুর জন্মদিন

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- জাতীর পিতার আদর্শে আদর্শিত ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশ ফ্রান্স আওয়ামী লীগ কমিটি গতকাল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের লাসাপেলের এক ফরাসি রেস্তুরায় জাতীয় শিশু - কিশোর দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণে ফ্রান্সে আওয়ামীলীগ এর উদ্বোগে সু-বিশাল আয়োজন।


সভায় ফ্রান্স আওয়ামী লীগ কমিটির সিনিয়র সহ-সভাপতি- ওয়াহিদ বার তাহেরর সভাপতিত্বে  ফ্রান্স আওয়ামী লীগ কমিটির জেনারেল সেক্রেটারী- আবুল কাশেম এর পরিচালনায় ফ্রান্স আওয়ামী লীগ কমিটির উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির প্রচার সম্পাদক- নুরুল হক ভূয়া, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির শহ প্রচার সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী, কর্মজীবী লীগ প্রেসিডেন্ট- নুরুল আবদেন ভাই, এসময় সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স কার্যকরি কমিটির সদস্য- সুহেল আহমদ, সাধারণ সর্ব ইউরোপ আওয়ামী লীগ কর্মজীবী লীগ সম্পাদক- আলী হোসেন,  ফ্রান্স আওয়ামী লীগ কর্মজিবী লীগ সাধারণ সম্পাদক- ওবায়দুল ইসলাম রুহেল, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির সদস্য-সুহেল, আরিফ, মামুন, আহমদ, তাহের, নুরুল হক ভূয়া, সাংবাদিক সাকিব আহমদ মুছা, জমসর আলী, মাহবুব আলী, মুছলিম আলী, ইসা মিয়া সহ আরও অন্যান্য উপস্থিতি গণ্যমান্য নেতৃবৃন্দগণ। এসময় সভায় উপস্থিতি বক্তারা বলেন আজকের শিশু আগামীর পথ চলার ভবিষ্যত তাই শিশু এবং কিশোরদের প্রতি আমাদের যত্ম শীল সর্বোচ্ছ শিক্ষা, মান প্রযোগ, প্রয়োগতী দিয়ে শ্রদ্ধাশীল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শীত করে বঙ্গবন্ধুর ডিজিটাল শোনার বাংলা গড়ার বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা দেশ রত্ম জননেতৃ শেখ হাসিনার নেতৃত্বে একধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। তার পরিপেক্ষিতে আমরা মনের করি আজ সেই সুযোগ এসেছে শিশু ও কিশুর দের কে বাঙ্গালী জাতী হিসাবে বাংলার মানুষসহ সমগ্র বিশ্বকে মডেল হিসাবে উপহার স্বরূপ জাতীর স্বার্থে উপস্থান করা। আজকের এই দিনে মনে পড়ে বাঙ্গালীর ইতিহাসের এক কালো অধ্যায়ের স্মরণীয় নাম যা জাতী আজীবন শ্রদ্ধার সাথে স্মরন করে করবে " জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান", যার আদর্শ ছিলো বিরল, নম্র, দেশ প্রেম, দেশ প্রেমিক, তার কথা বাংলার ইতি হাসের পাতায় পাতায় অবধান। তাই আমরা মনে করি "জাতীয় শিশু-কিশোর দিবস ২০১৬" বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করে বাস্ত বায়িত করা। জাতীর জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্য দেশরত্ম জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলার মাটি থেকে অশ্তিতিশীল সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠির  উদ্ঘাটন ও মৌলবাদী গোষ্টির অপশক্তিকে দ্বংশ সহ নি:শ্বকরন বাস্তবায়ন এর লক্ষ্যে কাজ করা।

জননেতৃ শেখ হাসিনা সরকারের অধিনে আজকের শিশু-কিশোর আগামীর ভবিষ্যত, এই কথা ভেবে জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার বাস্তবায়নে দেশ থেকে অস্তিতিশীল সৃষ্টিকারী জঙ্গী, মৌলবাদী গোষ্ঠির কালো অপশক্তি দ্বংশ করাসহ জাতীর পিতার আদর্শে দেশ গড়ে জাতীকে আগামীর ভবিষ্যত শিশু-কিশোরদের এক নজির বিহিন উপহার প্রধানের রাষ্টের পরিনত করা। ফ্রান্স অবস্থানরত ফ্রান্স আওয়ামী লীগ কমিটি সহ সর্বস্থরের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিজদলের প্রতি শ্রদ্ধা থাকা ও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়া জননেতৃ শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে মডেল রাষ্টের পরিনত করে জাতীয় শিশু-কিশোর দিবস ২০১৬ বঙ্গবন্ধুর স্বপ্নে বাস্তবায়িত করা।