বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

প্যারিসে মোহাম্মেদ আতা উল্লাহ সাকের;র সম্মানে সংবর্ধনা

প্যারিসে মোহাম্মেদ আতা উল্লাহ সাকের; সম্মানে সংবর্ধনা

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :– মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬ ॥ সিলেট তরুণ সংঘ, প্যারিস, ফ্রান্স এর উদ্যোগে, গতকাল মঙ্গলবার বিকাল তিন ঘটিকা  হইতে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত, ফ্রান্স এর রাজধানী প্যারিসের লাকরনভ বুম্বে রেস্টুরেন্টে  তরুণ বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে তরুণ শিল্পপতি করিম উল্লাহ মার্চেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মেদ আতা উল্লাহ সাকের; সম্মানে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
 
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সহ সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সেলিম চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি করিম উল্লাহ মার্চেন্ট গ্রুপ চেয়ারম্যান মোহাম্মেদ আতা উল্লাহ সাকের, ফ্রান্স, কমিউনিটি ব্যক্তিত্ব সাহেদ আলী ,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সহকারি কোষাধক্ষ্য অজয় দাস ,তরুণ ব্যবসায়ী আব্দুল হক সাব্বির ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিষদ উপদেষ্ঠা বিমল দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিষদ এর সভাপতি জোতিষ দেবনাথ ,বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেইন ,ঢাকা বিভাগ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নূর আলম মঞ্জুর ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিষদ প্যারিস এর সাংগঠনিক সম্পাদক সুবল দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিষদ প্যারিস এর অর্থ সম্পাদক গোপাল চন্দ্র দে সহ অন্যান্য সংগঠনের নেতারা


এসময় নিজ দেশের বর্তমান অর্থনীতির কথা  স্মরণ করে সংবর্ধিত অতিথি মোহাম্মেদ আতা উল্লাহ সাকের বলেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা, বাংলার উন্নয়নে আপনারা প্রবাসীরা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ এখন বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন প্রবাসীদের নিজ দেশে বিনিয়োগের সুযোগ আছে, করিম উল্লাহ মার্চেন্ট গ্রুপ প্রবাসীদের বিনিয়োগে সহায়তা করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন বক্তব্যের শেষ আর্ধে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং সম্মামনা স্মারক প্রদান করেন সিলেট তরুণ সংঘের নেতারা

রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

কেন্দ্র দখলে মহোৎসব, আওয়ামীলীগের গুলি বর্ষণ

দুপুর প্রায় ১২ টা দিকে সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম দফা দখল করে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় বিএনপির কার্যালয়ও ভাংচুর করে ক্ষমতাসীনরা।
03পরে ২য় দফা দুপুর ১.৩০ মিনিটের সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ এই স্থানে উপস্থিত ছিলেন বলেন  জানা যায়।  আাইনশৃঙ্খলাবাহিনী উপস্থিততে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে কেন্দ্র প্রবেশ করে আওয়ামীলীগ নেতা হাজী সেলিম, জুয়েল, ফরহাদ সহ নেতা কর্মীরা। কেন্দ্র দখল করে তারা ব্যালট সীল দিতে তাকে। আর আইনশৃঙ্খলাবাহিনী বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করতে তাকে। আওয়ামীলীগ নেতা কর্মীরা ছবি তুলতে বাধা প্রদান করে কেন্দ্র থেকে বের করে দেন। স্থানী সূতে জানাজায় এসময় ছাত্রলীগ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

সিলেটে প্রবাসীর ভূমি জবর দখলের চেষ্টা সাইন বোর্ড ভাংচুর-মারধর

নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকায় আব্দুল আহাদ (রহমান) নামের একজন প্রবাসীর আত্মীর স্বজন ও তাদের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কয়েক ব্যক্তি।
রোববার দুপুরে উক্ত প্রবাসীর ভূমিতে কাজকর্ম করতে গেলে স্থানীয় মৃত আছাব উদ্দিনের ছেলে শামীম আহমদ ও তাদের লোকজন নিয়ে এই হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র শস্ত্রে সঞ্জিত হয়ে সন্ত্রাসীরা উক্ত প্রবাসীর আমোক্তার ছদরুল হক ও তার স্বজনদের উপর হামলা চালায়। হামলায় ৩জন আহত হন।
আহতদের মধ্যে নজির অহামদ নামের একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সন্ত্রাসীরা প্রবাসীর জমিতে লাগানো স্বাত্তাধিকারী সাইন বোর্ড ভেঙ্গে ফেলে দেয়। খবর পেয়ে সোবহানীঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ কর্মকর্তা আমিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাটি সর্ম্পকে অবগত হয়ে উভয় পক্ষকে তাদের দাবির স্বপক্ষে কাজগপত্র উপস্থাপন করার আহবান সহ শান্তিশৃংখলা বজায় রাখার অনুরোধ জানান। এসময় ছদরুল হক তার সিলেট মিউনিসিপ্যালটি মৌজার জেলা নং ৯১ ছাপা খতিয়ান নং ৫৩০৯ নামজারি ১৫০৩৭ স্থিত আট শতক ভূমির সকল কাগজপত্র দেখালেও উক্ত শামীম তাদের স্বপক্ষে কোন কাগপত্র দেখাতে পারেন নি।
যে কারণে পুলিশ কর্মকর্তা উভয় পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে সন্ধ্যায় কতোয়ালী মডেল থানায় আসার অনুরোধ জানান। জানা যায়, আব্দুল আহাদ (রহমান) নামক একজন লন্ডন প্রবাসী দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করার কারণে তার ক্রয়কৃত জমি দেখাশোনা-ক্রয় বিক্রয় স্থানান্তর সহ ভোগ দখলের সুবিধা দিয়ে উক্ত ছদরুল হককে আমোক্তার নিয়োগ করেন।
(প্রমানীকরণ মামলা নং ৫৬৮/০৭) সে অনুযায়ী ছদরুল হক এই জমিটুকু দেখাশোনা ও রক্ষানাবেক্ষণ করে আসছিলেন। বর্তমানে জমিতে ভবন তৈরী সহ অন্যান্য কাজকর্ম করতে গেলে বাধা হয়ে দাঁড়ান পার্শ্ববর্তী বাসার শামীম আহমদ সহ অন্যান্য কয়েকজন। তারা ছদরুল হককে হুমকি দিয়ে উক্ত ভূমিতে তাদেরও মালিকানা দাবি করেন।
তারা ছদরুলকে হুমকি দিয়ে বলেন জমিতে আসলে হাত পা ভেঙ্গে দেওয়া হবে। এ অবস্থায় উক্ত জমিতে কাজকর্ম করার প্রয়োজন দেখা দেয়। সে প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে ও নির্বিঘ্নে কাজকর্ম চালিয়ে যেতে যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য এসএমপির কতোয়ালী মডেল থানার একটি জিডি এন্ট্রি করেন ছদরুল হক।
(জিডি নং ৯০২৩/তাং ২০/৪/১৬ ) এতে তিনি উল্লেখ করেন তার জমিতে কাজকর্ম করতে গেলে জনৈকা মহিলা বাধা প্রদান করেন এবং একটি মোবাইল ফোন থেকে (নং ০১৭৭৭২- ১৮০২৬৩) ২০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে পুরুষ কণ্ঠে হুমকি দিয়ে ছদরুল হককে বলা হয় উক্ত ভূমিতে গেলে তার হাত পা ভেঙ্গে ফেলা হবে।
স্থানীয় লোকজনও ভূক্তভোগীরা জানান হামলাকারী লোকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতো মধ্যে প্রবাসী আব্দুল আহাদ (রহমান) এর ভূমির উপর পড়ে যায় তাদের লোলুপ দৃষ্টি। প্রবাসীর অনুপস্থিতির সুযোগে তার খরিদা ভূমিটি দখল করে নিতে নানা কৌশল অবলম্বন করা হয়।
এদিকে ছদরুল হক জানান প্রতিপক্ষরা নানা ধরণের নকল কাগজপত্র তৈরী করে এবং বড় বড় অফিসার বড় বড় লিডার তাদের আত্মীয় স্বজন পরিচয় দিয়ে ভয় দেখান। এমনকি ছদরুল হককে নারী নির্যাতন মামলায় ফাসানোরও হুমকি দিয়ে থাকেন।
এব্যাপারে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আমির জানান, জমি নিয়ে দুপক্ষের বিরোধের ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থুলে পৌছেন। দুপক্ষকে তাদের দাবির স্বপক্ষে কাগজপত্র নিয়ে কতোয়ালী থানায় আসার পরামর্শ দেন। তাছাড়া বিরোধপূর্ণ ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার আহবান জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আরো একটি গণমৃত্যু! নৌকাডুবিতে ৫০০ প্রাণহানি

ভূমধ্যসাগরে শরণার্থিদের একটি নৌকা ডুবে ৫ শতাধিক লোকের প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। বেঁচে যাওয়া ৪১ জন শরণার্থী উপকূলে ফিরে এসে বিবিসি’কে এ তথ্য জানিয়েছে। তবে কীভাবে তারা উপকূলে ফিরলেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১৮ এপ্রিল) ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টার সময় মিশরীয় উপকূলে নৌকাটি ডুবে যায়। শরণার্থীদের একটি নৌকা থেকে অন্যটিতে সরিয়ে নেয়ার সময় এটি ডুবে যায় বলে তারা বিবিসি জানিয়েছে। ওই দুর্ঘটনায় ৫ শতাধিক শরণার্থী প্রাণ হারিয়েছে বলে বেঁচে যাওয়া শরণার্থীরা জানিয়েছে।
তবে ভূমধ্যসাগরের এই নতুন ট্রাজেডি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা। তারা মৃতের সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। যদিও ইতালির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে এবিসি সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার মধ্যরাতে মিশর উপকূলে ওই দুর্ঘটনার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের বাসিন্দা। তারা ভূমধ্যসাগর হয়ে ইটালিতে যাচ্ছিলেন। ডুবে যাওয়া নৌকার বেশির ভাগ যাত্রীই ছিলেন পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা।
বেঁচে যাওয়া শরণার্থীরা বিবিসি’কে জানিয়েছে, ইটালি যাবার জন্যে তারা কমপক্ষে ২৪০ জন মিলে লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে যাত্রা শুরু করেছিল। ভূমধ্যসাগরে এসে তাদের আরেকটি বড় নৌযানে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়। ওই নৌকাটিতে আগে থেকেই ৩শয়ের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদের স্থানন্তরিত করার সময়ই  দূর্ঘটনাটি ঘটে।
ভূমধ্যসাগর দিয়ে কয়েক দশক ধরেই এভাবে অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। এতে করে অনেকে মারাও যাচ্ছে। ২০১৫ সালের এই মাসেই লিবিয়া উপকূলে নৌকাডুবে মারা গিয়েছিল ৮শ  অভিবাসন প্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার শরণার্থী ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। বিপজ্জনক পথে সাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছে ৭২৩ জন।

সোহাগী হত্যার বিচার দাবীতে মদন মোহন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সোহাগী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা না হলে সারা দেশের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ আরো কঠিন আন্দোলনে যাবে। আমরা এমন নৃশংস হত্যার দ্রুত বিচার দাবি করছি। সমাজ থেকে এ কলঙ্ক দুর হোক এটাই সবার কাম্য। মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে এসব কথা বলেন।
কুমিল্লাা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
সোমবার নগরীর লামাবাজার কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনটি পালিত হয়। তোফায়েল আহমদের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞান প্রধান আসমা উল হুসনা, শিক্ষক জয়া রাণী আইন, শিক্ষক হুসনে আরা কামালী, সম্মিলিত নাঠ্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস প্রমুখ।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

প্যারিসে সংবর্ধিত হলেন চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়ছল চৌ: সোয়েব

প্যারিসে সংবর্ধিত হলেন চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়ছল চৌ: সোয়েব

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে : চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়ছল চৌ: সোয়েব;র  সম্মাননা সংবর্ধনা উপলক্ষ্যে, ফ্রান্স, প্যারিস-বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে, এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সংবর্ধিত চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌ: সোয়েব;র বক্তিতায় বলেন সাংবাদিকগন হচ্ছেন গন মানুষের বন্ধু কেননা সাংবাদিকরা দেশ, জাতী ও গণ মানুষের অধিকার আদায়ের স্বার্থে নি:শ্বার্থ ভাবে অমরন নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।

সাংবাদিকরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, আর সেই সাংবাদিকদের আজ একের পর এক করা হচ্ছে হত্যা, দেয়া হচ্ছে মিথ্যা মামলা, জেল, জুলোম, নির্যাতন ইত্যাদি।

তার একটাই কারন হচ্ছে সাংবাদিকরা কাজ করেন গণমানুষের ন্যায় বিচার আদায়ের স্বার্থে, সত্য প্রকাশের আলোকে। সত্য দামাচাপা ও গন মানুষের অধিকার হরন করতে আজ সাংবাদিক গণদের উপর এই নির্যাতন জেল, জুলোম, অবিচার। তাই আমি আজ উপস্থিতি সাংবাদিকগণদের উদ্যোসে বলতে চাই সাংবাদিকরা থাকবেন নিরিপেক্ষ, নির্ধলীয় কেননা সাংবাদিকরা যদি কোন পক্ষ পাতিত্ত নেন বা দলীয় সাপোর্ট নেন তাহলে সাংবাদিকদের কাছ থেকে সাধারন মানুষ জন যে, সত্য ঘটে যাওয়া ঘটনা গুলি গণমাধ্যমে আসার কথা তা জাতী ন্যায় বিচার থেকে হারাবে। তাই আমি মনে করি সাংবাদিকরা আমরন নিরিপেক্ষ নির্ধলীয় থাকবেন ও সত্য ঘটে যাওয় ঘটনা গুলি মিডিয়াতে ধরে তুলবেন।

এমনকি সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে প্রমানাধির প্রেক্ষাপটে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব অব্যাহত রাখবেন। দেশও জাতীর কল্যানে কাজ করে চলবেন।
  
রোববার বিকেলে প্যারিসের শাখশেল হোটেল ইবিসের বল রুমে প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্স এ উক্ত সভা চলাকালে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌ: সোয়েব কে সংবর্ধনা প্রদান করে। প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ইউরোপর ফ্রান্সের প্রতিনিধি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মামুন, পুথি শিল্পী কাব্য কামরুল, সাংবাদিক শাহ মোহা: জাকারিয়া, সেলিম উদ্দিন, আলমাস উদ্দিন, জাকির হোসেন, আব্দুল করিম, আবুল কালাম মামুন, জহিরুল রানা, কাকন রানা, সামিউল ইসলাম, ফাতেমা নাজমিন, খন্দকার আবেদ, সাকিব আহমদ মুছা প্রমূখ।


উক্ত সভায় উপস্থিতি বক্তারা চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়ছল চৌ: সোয়েব;র সম্মানে বলেন, সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব একজন নির্লোভ, সৎ, দেশপ্রেমিক, আপোষহীন কলম সৈনিক। তার চিন্তাধারা ও লেখনি দেশ প্রেমের প্রতিটি ছোয়ায় ভেসে উঠে।

বক্তারা  চ্যানেল আই ইউরোপ কর্তৃপক্ষের কাছে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে এই চ্যানেলের উপস্থিতি আরো বিস্তৃত এবং আত্মনির্ভর করার দাবী জানান।

প্রবাসীদের দাবি বাস্তবায়নে কাজ করবে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন

প্রবাসীদের দাবি বাস্তবায়নে কাজ করবে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন


সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :– রবিবার, ১৭ এপ্রিল ২০১৬ ॥ ফ্রান্স সহ গোটা ইউরোপে দীর্ঘ দিন থেকে বসবাস করে আসছেন হাজারও বাঙ্গালী যদিও এবিষয়ে সঠিক কোন পরিসংখ্যান আদো মিলেনি। কেউ বা আছেন বৈধতা নিয়ে আর কেউ বা আছেন অবৈধ ভাবে তাই ইউরোপিয়ান প্রবাসী বাঙ্গালীদের নানা সমস্যা থাকতেই বা পারে এটার কোন সন্ধ্যেহানের অবকাশ নেই। দীর্ঘ দিন থেকেই ইউরোপিয়ান প্রবাসী বাঙ্গালীদের কিছু সমস্যার চিএ সহ গণ মাধ্যমে ফুটে এসেছে। যেমন প্রবাসে কোন বাঙ্গালী মৃতু্য বরন করলে তার লাশ নিজ দেশে তার পরিবার পরিজনের কাছে ফেরত পাঠাতে সম্মীলিত প্রবাসীদের আর্তিক অর্থায়নের সহযোগীতার মধ্যদিয়ে বাংলাদেশে পাঠানো হয়। তাই প্রবাসীরা এ বিষয়ে উদ্বিগ্ন।


গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্র্যান্ড কনভেনশনের প্রথম অধিবেশনে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব এর সভাপতিত্বে শওকত হোসেন বিপু,র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কমিউনিটি নেতারা। এসময় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের সমস্যা সমাধানে সংগঠনের কার্যকর ভূমিকা নিয়ে নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর খান, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম খান, ফ্রান্স প্রবাসী এইচ এস হায়দার, মামুন মিয়া, অজয় দাস, ফয়জুল হক, ইতালি প্রবাসী কাজী মনসুর আহমদ শিপু, ওলি উদ্দিন শামীম,পর্তুগাল প্রবাসী শওকত উসমান, আবু ইউসুফ তালুকদার, গ্রিস প্রবাসী শাহনুর রিপন, সুইজারল্যান্ড প্রবাসী মাহাবুবুর রহমান সহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধিরা।
২য় অধিবেশনে জার্মান প্রবাসী শারফুদ্দিন আহমদ জুয়েল এর সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব কে প্রধান উপদেষ্ঠা, শাহনুর খান কে সভাপতি, ওসমান হোসেইন মনির কে সাধারণ সম্পাদক, শারফুদ্দিনআহমদ জুয়েল কে কোষাধক্ষ্, ওলি উদ্দিন শামিম কে সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা আশরাফ উদ্দিন -(যুক্তরাজ্য ) এইচ এস হায়দার (ফ্রান্স), নূরে আলম সিদ্দিকী বাচ্চু (ইতালি), সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেইন বিপু, সহ সভাপতি শাহনুর রিপন, মনসুর আহমদ শিপু, শাহজাহান খান, মামুন মিয়া, কামরুল হাসান জনি, বাদল আহমদ শেখ, ড. কাইয়ুম, তেরাউল ইসলাম, নাহার মমতাজ, সিনিয়র সাধারণ সম্পাদক মান্নান হীরা, সহ-সাধারণ সম্পাদক শওকত উসমান, নজরুল ইসলাম, সহ-কোষাধক্ষ্য অজয় দাস, সাংগঠনিক সম্পাদক ওলি উদ্দিন শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, ফয়জলু হক, দপ্তর সম্পাদক আবু তাহির, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল, এন আই মাহমুদ, তাহসিন আহমদ, পাবলিক রিলেশন সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ সমন্বয়ক ইকবাল করিম নিশান, মাসুদুল হক রনি, সমাজ সেবা সম্পাদক সেলিম উদ্দিন, সহ সমাজ সেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি, মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার জোসনা, ও সম্মানিত সদস্য আব্দুল বাতেন, আব্দুল হাফিজ মোহাম্মদ সহিদুর রহমান কে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়।


উক্ত সবায় বক্তারা বলেন নিজের মাতৃ ভূমি সফরে বাংলাদেশ যেতে  দিন-রাত ভোগান্তির শিকার হন প্রবাসী বাংলাদেশী যাএীগণ। নারী, পুরুষ, পরিবার-পরিজন নিয়ে প্রবাসে থাকেন অনেকেই। পরিবার-পরিজন নিয়ে নিজ দেশে পাড়ি জমাতে প্রবাসী বাঙ্গালীরা যতটা আনন্দ পান, তার চাইতে কষ্টের শিকার হতে হয় ইমেগ্রেশন এয়ারপোর্টএ অনেকটাই বেশি।

বক্তারা বলেন যদিও আমরা দীর্ঘ দিন থেকে এসব বিষয়ের দাবি আদায়ের লক্ষ্যে প্রবাসে সত ব্যাস্ততার সাথে  থেকেও কাজ করছি কিন্তু দু:খের বিষয় আদো সরকার আমাদের উপরোক্ত বিষয় গুলি আমলে নেয় নি। সরকার নিশ্চই জানেন প্রবাসীদের আয়দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাবি কাটি চলে। শুধু তাই নয় মুক্তি যুদ্ধ চলাকালে প্রবাসীদের ব্যাপক অবধান ছিল অব্যাহত। কিন্তু আজ প্রবাসীরা বাংলার সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রবাসীদের ভোটাধিকারের দাবিও দীর্ঘ দিন থেকে উঠে এসেছে ইউরোপের না না গণমাধ্যমে। কিন্তু কোন ফল আদো মিলেনি।

তাই আমাদের এ লক্ষ্য বাস্তবায়নের প্রতি দায়িত্বের সাথে নজর ধারিতে রাখতে হবে, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদশী এসোসিয়েশনের সংগঠনের সকলকে। দল মত নির্বিশেষে দেশ, জাতী ও গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সকল সামাজিক সংগঠনের কার্যক্রম  কে আরো বেগবান করে তুলতে হবে।


আবারও আমরা সরকারকে কড়া ভাষায় বলে দিতে চাই, সরকার যেন, আমাদের প্রস্তাবিত বিষয়গুলি দ্রুত গতিতে আমলে নেয়। যেমন প্রবাসীদের মর দেহ রাষ্ট্রীয় খরচে নিজ দেশে নেয়া ও ঢাকা টু ফ্রান্স, ইতালী সহ পুনরায় বাংলাদেশ জাতীয় পতাকাধারী বিমানের রোট চালু করেন এবং প্রবাসীদের ভোটাদিকারের দাবি বাস্ত বায়িত করেন।


বক্তব্যের শেষ আর্ধে বক্তারা বলেন, ফ্রান্স ও বাংলাদেশ সহ গোঠা ইউরোপে, মানব সেবার কাজ অব্যাহত রাখবে "ইউরোপ প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন"। এমন কি ৮০০০০ হাজার অবৈধ বাংলাদেশিদের যাথে দেশে ফেরত পাঠানো না হয় তারা সে লক্ষ্যে ও তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা ইউরোপের মানবাধিকারের সংগঠনগুলির সামনে বাংলাদেশের না না সমস্যা গুলি তুলে ধরবেন। যাতে করে তারা বুঝতে পারেন বাংলাদেশের সমস্যা গুলি ।

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা শিশুসহ আহত ৩

ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা শিশুসহ আহত ৩



ড্রীম সিলেট রির্পোট:–
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা শিশুসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালি বানিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহতরা হচ্ছেন ঐ গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী (৫২), তাঁর স্ত্রী ফুলমালা বেগম(৪২) ও ছেলে মাহবুব আলী(১৪)।
গুরুতর অবস্থায় গোলাম রব্বানীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, গ্রামের রফিক পরিবারের সাথে ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল গোলাম রব্বানীর।
এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রফিক ও তার স্বজনরা গোলাম রব্বানীর ঘরে গিয়ে হামলা চালায়। হামলায় গোমাল রব্বানী সহ ঐ তিন জন আহত হন। হামলা কালে রফিকের সাথে ছিল সুফিয়া বেগম, আব্দুস ছুরত, আলীম, মহিম, সেলিম ও শারমিন। শারমিনের দায়ে কুপে গোলাম রব্বানী গুরুতর আহত হন। এ ঘটনায় ছাতক থানায় মামার প্রস্তুতি চলছে বলে জানান গোলাম রববানীর ছেলে জমসর আলী।

বর্নাঢ্য আয়োজনে ফ্রান্সে পালিত হলো বৈশাখী বর্ষবরণ

বর্নাঢ্য আয়োজনে ফ্রান্সে পালিত হলো বৈশাখী বর্ষবরণ

সাকিব আহমদমুছা,প্যারিস(ফ্রান্স)থেকে: শুক্রবার,১৫এপ্রিল২০১৬॥  ১লা বৈশাখ ১৪২৩, নতুন বছরের প্রথম ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে আনন্দে মেতে উঠেন  ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।। আবহমান বাংলা বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করল ফ্রান্স প্রবাসী বাংলাদেশি

বিকাল ১ঘটিকা হইতে বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ্বাসে যেন নিজেকেই হারিয়ে ফেলেন উৎসব-আনন্দে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি  উদ্বেল নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিক, সরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী কৃষকসহ সর্বস্তরের মানুষ

স্বরলিপি শিল্পীগোষ্ঠির উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে  উদযাপিত হয় বাংলা নববর্ষ বরণে বৈশাখি উৎসব-১৪২৩ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ করে নিতে বৃহস্পতিবার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শত ব্যস্ততার মাঝে থেকেও সবাই কাধে কাধ রেখে মিলিত হয়েছেন একই কাতারে এরই অংশ হিসেবে দুপুর ১২টায় স্বরলিপি শিল্পীগোষ্ঠির উদ্যোগে প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে  থেকে শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা লেহালের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে গিয়ে সমাপ্তি ঘটে বর্ণিল আয়োজনের

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠির শিল্পীদের বৈশাখ নিয়ে গানের ডালি শিশুদের ফ্যাশন শু আর নৃত্য শুধুমাত্র বাঙালিদের নয় আনন্দ দিয়েছে শত শত প্রবাসীদের একে একে প্যারিসের লন্ডনের জনপ্রিয় শিল্পীদের মনমাতানো গান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মহিলাদের বালিশ বদল, পান্তা-ইলিশ আর হরেক রকম ভর্তার বাহারি আয়োজনে উৎফুল্ল সবাই মঙ্গল শোভাযাত্রায় নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন

বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম. সহিদুল ইসলাম, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা এম. তাহের, সাধারণ সম্পাদক শিপন প্লাসিড রিবেরো, আমিনুর রহমান ফারুক, পারভেজ পিটু, শাকিল সরকার, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ বার তাহের, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল, চিত্রশিল্পী শাহাদত হোসেইন, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির চৌধুরী, চিত্রশিল্পী হামিদুল হক ভূইয়াসহ ফ্রান্সের কমিউনিটি সংগঠনের নেতা প্রমুখ
এদিকে, অনুষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে  "ফ্রান্স পুলিশ" ফ্রান্স সহ সর্বস্থরের মনুষ জনের বিশেষ নিরাপত্তা দিতে ব্যাপক উদ্যোগ অব্যাহত রাখেন