রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্কুলছাত্র তুহিন অপহরণকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সমাবেশ

বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মোঃ তাওহিদ আহমদ তুহিন (১৫) অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার দুপুরে লামাকাজির আকিলপুরে বিশ্বনাথ ও সদর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা স্কুল ছাত্র তুহিন অপহরণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে, সুলতান খান এর পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন দলা মিয়া, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ, শাহ জামাল নুরুল হুদা, বর্তমান চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইরন মিয়া, মাসুক মিয়া, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আমির আহমদ মোস্তফা, আওয়ামীলীগ নেতা আছন মিয়া, আব্দুল বাছিত, রইছ আলী, তাজউদ্দিন খান শিশু, বিশিষ্ট মুরব্বী ফজলু মিয়া, হাজী আমজাদ আলী, হাজী আব্দুর জব্বার, বশির মেম্বার, মুক্তার আলী মেম্বার, মখলিছ আলী, আব্দুর রহিম, তেরা মিয়া, মাওলানা আজিজ আহমদ, হাজী আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা নুর মিয়া, মোগলগাঁও ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মামুন, ২নং সদস্য নিজাম উদ্দিন, সুন্দর আলী, বিএনপি নেতা এ কে এম দুলাল, আব্দুল কাইয়ূম, আঙ্গুর মিয়া তুষার, লিটন আহমদ, মনির উদ্দিন, ইব্রাহিম মিয়া, বাশির মিয়া, আমির আলী, জয়নুদ্দিন, শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ। মানববন্ধনে উত্তর সুরমা ইসলামীক একাডেমি, সৈদরপুর ইসলামী দাখিল মাদ্রাসা, দশগ্রাম বাজার উচ্চ বিদ্যালয়, আমানতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামা আকিলপুর সরাকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য সিলেট সদর উপজেলার মোগলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লামা আকিলপুর গ্রামের সাবেক মেম্বার আশিক মিয়ার ছেলে তুহিনকে গত ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ী ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোলচন্দ বাজার এলাকা থেকে কৌশলে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের বতু মিয়ার ছেলে ইয়াকুব আলী (২৮), খিত্তারগাঁও গ্রামের সমছুল হকের পুত্র সাইফুল (২৯), লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের গিয়াস মিয়ার পুত্র রুবায়েল (২৫) গাড়ীতে তুলে অপরণ করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুর পর সন্ধ্যায় অন্ধকার নেমে আসার সাথে তাকে মোল্লারগাঁও গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে গাছের সাথে বেধে মারপিট করে এবং তার বড় ভাইয়ের কাছে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ সময় অপহরণকারীরা তুহিনকে তার ভাইয়ের কাছে টাকা আনার কথা বলতে বলে। টাকা না দিয়ে তাকে প্রাণের মারা হুমকী দেয়। এক পর্যায় তুহিন তার বাধন খুলে দিয়ে সে ভাইকে টাকা আনার কথা বলবে বলে প্রস্তাব করে। অপহরণকারীরা তার বাধন খুলে দেয় এবং ফোনে কথা বলতে বলে। এ সময় তুহিন সুযোগ বুঝে দৌড় দেয়। তার পেছনে অপহরণকারীরা ধাওয়া করলে সে দৌড়ে এক বাড়ীতে প্রবেশ করলে সন্ত্রাসীরা পেছন থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তুহিনের পিতা আশিক মিয়া বাদী হয়ে জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তথ্ সংগহকারী আলোক চিএ সাকিব আহমদ মুছা

কেন্দ্রীয় সম্পাদক জাকিরকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গণযোগাযোগ উপ সম্পাদক মঈনুল ইসলাম ফয়ছলসহ ছাত্রলীগ নেতৃবৃন্দকে নির্বাচিত করায়  শুক্রবার নগরীর দর্শন দেউরী এলাকা থেকে কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মঈনুল ইসলাম ফয়ছলের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, ছাত্রলীগকেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের উপ কৃষি বিষয়ক সম্পাদক শামীম মুল্লা, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, ছাত্রলীগে কেন্দ্রীয় কার্যmohanogor-chatrolig নির্বাহী সংসদের সহ সম্পাদক শহিদ চৌধুরী, ছাত্রলীগে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য শাহীনুর আহমদ শাহীন, কামরুল ইসলাম, মুর্শেদ আহমদ রানা, এমদাদুল হক জাহেদ, সাজাহার আহমদ প্রমূখ। তথ্ সংগহকারী আলোক চিএ সাকিব আহমদ মুছা

৯ জন মিলেই হত্যা করে বাহুবলের ৪ শিশুকে

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যাকাণ্ডে অংশ নেয় ৯ জন। হত্যার পরে তারা দুদিন ধরে লাশগুলো লুকিয়ে রাখে। এরপর মাটিচাপা দেয়।

বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের খাস কামরায় পুলিশ রিমান্ডে থাকা আসামি হাবিবুর রহমান আরজু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১৬৪ ধারায় রেকর্ড করা জবানবন্দিতে আসামি আরজু এসব তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।

এর আগে বেলা দুটায় আরজুকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) তাকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে দুই এক দিনের মধ্যেই তা নিশ্চিত হওয়া যাবে। শহীদুল বলেন, ১২ ফেব্রুয়ারি শিশুদের হত্যার পর দু’দিন মৃতদেহগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ৯ জন অংশ গ্রহণ করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আরজু। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

গত ১৯ ফেব্রুয়ারি মামলার অন্য আসামি রুবেল মিয়া ও ২১ ফেব্রুয়ারি জুয়েল মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিলেন। চার শিশু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল আলী ১০ দিনের ও বশির মিয়া ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

এদিকে, এ ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলের সময়সীমা আরো ৫ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশে একটি মাঠ থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। রিপোর্টার তথ্য সংগহকারী আলোক চিএ সাকিব আহমদ মুছা

সিলেটে ব্যবসায়ী অপহরন ঘটনায় দুই থানার টানাটানি ও দৌড়ঝাপের অবসান ঘটেছে।

সিলেটে ব্যবসায়ী অপহরন ঘটনায় দুই থানার টানাটানি ও দৌড়ঝাপের অবসান ঘটেছে। ঘটনার একসপ্তাহের মাথায় অবশেষে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত ব্যবসায়ী আব্দুল কাদির এসএমপির এয়ারপোর্ট থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, গত বৃহস্পতিবার (১৭ফেব্র“য়ারী) সিলেট নগরীর মজুমদারী এলাকা থেকে দুই ব্যবসায়ী অপহৃত হন। কোম্পানীগঞ্জ থানার কালিবাড়ির ব্যবসায়ী আব্দুল কাদির ও আব্দুল আওয়াল বাড়ি ফেরার পথে নগরীর মজুমদারী পৌছলে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল আসা দূর্বত্তরা তাদের অপহরন করে নিয়ে যায়। অমানুষিক নির্যাতন করে একাধিক স্ট্যাম্প ও কাগজে তাদের স্বার আদায় করে অপহরকরা। পরে অস্ত্রের মূখে মদ খাইয়ে তাদের মাতাল সাজিয়ে কোম্পানীগঞ্জ থানায় দিয়ে সটকে পড়ে তারা। পরদিন সকালে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা নিয়ে আব্দুল কাদির মামলা দিতে চাইলে শুরু হয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও এসএমপির এয়ারপোর্ট থানার মধ্যে টানাটানি। অপহৃতরা কোম্পানীগঞ্জ থানা থেকে উদ্ধার হওয়ায় প্রথমে অভিযোগ কোম্পানীগঞ্জ থানায় দিলে তা গ্রহন না করে এয়ারপোর্ট থানায় দেয়ার কথা বলা হয়। বলা হয় ঘটনার শুরু এয়ারপোর্ট থানা এলাকায় হওয়ায় এ ঘটনায় মামলা এয়ারপোট থানায় হবে। এ টানাটানিতে ৩দিন অতিবাহিত হয়ে যায়। অবশেষে নিশ্চিত হয়েই আক্রান্তরা মঙ্গলবার রাতে সিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১২জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরো ৮/১০জনকে আসামী করা হয়। আসামীরা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ থানার উত্তর কালীবাড়ির সুজন,সিলেট নগরীর আখালিয়া কালীবাড়ির দিলোয়ার, কোম্পানীগঞ্জ উপজেলার দলইর গাওঁয়ের শফিক মেম্বার, সিলেট নগরীর মিরবক্সটুলার রুম্মান আহমদ হাদী, সিলেটের জালালাবাদ থানার মইয়াচরের নূরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার শিবনগরের নুর উদ্দিন, একই থানার কালীবাড়ির ফাজিল,ফজলু, আব্দুল করিম, লতুমিয়া, তাজ উদ্দিন ও সুজন আহমদ। মামলা মোকদ্দমা নিয়ে বিরোধের জের ধরে অপহনর ও নির্যাতনের এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসির নির্দেশে এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাড়ির ইনচার্জ এসআই ইয়াসিন অভিযোগ গ্রহন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। রিপোর্টার ও ছবি সংগকারী আলোক চিএ সাকিব আহমদ মুছা

সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের

 সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের
সভাপতি শাহানারা ও সম্পাদক আসমা কামরান
সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভানেত্রী আলহাজ্ব সাফিয়া খাতুন। সম্মেলনে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগম কে সভাপতি ও যুগ্ম আহবায়ক আসমা কামরান কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর আওয়ামীলীগ’র কমিটি গঠিত হয়। দুই পর্বে অনুষ্টিত সম্মেলনে প্রথম পর্বে আলোচনা সভা ২য় পর্বে নতুন কমিটির নাম ঘোষিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুম, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবাজ্জামান শেলি। ছবি গুলো তুলেছেন আমাদের আলোক চিএ সাকিব আহমদ মুছা

বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকের তিন স্থানে হিন্দুদের উপর হামলা

বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকের তিন স্থানে হিন্দুদের উপর হামলা হামলার শিকার সিংচাপইড়, কালেশ্বর, মহদি মহদি এলাকাবাসী জানান গত রাত ৮টার দিকে আমওয়ামীলীগের একদল ক্যাডার মাওলানা আব্দুর রাজ্জাকের নেতঙত্বে ঐ তিন স্থান হামলার শিকার বলে সংবাদ দাতা সাকিব আহমদ মুছা জানান।

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

জামাতের হরতালে সিলেট

জামাতের হরতালে সিলেটের বিভিন্ন স্থানে দুর্বিত্তদের আগুনে দেয়া একটি যাএী বাহী বাস

মিথ্যা মামলার শিকার

আমি বিগত কিছু দিন কয়েক আগে বাংলাদেশের সিলেট অঞ্চলে ফট জার্নালিস্ট এর কাজ করতে গিয়ে বিভিন্ন মিথ্যা মামলার শিকার হই এম কি হাজত বাস ও কাটতে হয় আমাকে 

মিথ্যামামলা পত্যাহারের দাবিতে

১৮ দলের ডাকা সকল নেতা কর্মীর উপর মিথ্যামামলা পত্যাহারের দাবিতে সিলেটে শান্তি পূর্ন মিছিল চলা কালে দুর্বীত্ত দের হামলায় এক যাএীবাহি গাড়ী ভাংচুর

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

সাগর-রুনি হত্যাকান্ডের বিচার দাবিতে

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সিলেটে কর্মরত সাংবাদিকরা। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এশোসিয়েশন ইমজা এই মানববন্ধনের আয়োজন করে।
সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেল ৪টায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, চার বছর অতিবাহিত হলেও আলোচিত এই হত্যাকা-ের কোনো বিচার হয়নি। সরকারও ব্যাপারে আশ্চর্য ধরনের নিরব। বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করে বক্তারা বলেন, দুজন বিশিষ্ট সাংবাদিককে হত্যার পর সাংবাদিক সমাজ রাজপথে নামলেও বিচার হচ্ছে না এই হত্যাকা-ের। গণমাধ্যম আন্দোলন করেও যদি বিচার না পায় তা হলে সমাজে হতাশা দানা বাঁধবে।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট প্রেসকাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এশোসিয়েমনের সভাপতি আনিস রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি শেখ নাসির, মহানগর শিক্ষক সমিতি সিলেটের সভাপতি আব্দুল জলিল, সিলেট ছাত্র যুব কল্যাণ ফেডারেশনের চ্যায়ারম্যান আবদুর রহমান, সিলেটের ডাকের ডেপুটি চীফ রিপোর্টার তাজ উদ্দিন, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, এসএ টিভির সিলেট ব্যূরো প্রধান আব্দুল আলিম শাহ, মাছরাঙা টেলিভিশনের সিলেট প্রধান শাকির হোসাইন, বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, উত্তরপূর্বের নিহার পুরকায়স্থ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার গুলজার আহমদ, চ্যানেল এসের চীফ ক্যামেরাপারসন লিটন চৌধুরী, বাংলাটিভির চীফ রিপোর্টার আহমাদ সেলিম, বাংলাটিভির চীফ ক্যামেরাপারসন এস আলম আলমগীর, দেশটিভির ক্যামেরাপারসন আশরাফুল কবির, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন গোপাল বর্ধন, প্রথম আলোর আলোকচিত্রি আনিস মাহমুদ, চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, বৈশাখি টিভির ক্যামেরাপারসন শামিম হোসেইন সামি, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপরসন শুভ্র দাস রাজন, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মোয়াজ্জেম সাজু, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু, দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান, চ্যানেল নাইনের ক্যামেরাপারসন শাকিল আহমদ সোহাগ, এশিয়ান টিভির ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম, চ্যানেল এসের ক্যামেরাপারসন আলাউদ্দিন হেলাল, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসাইন, মনিরুজ্জামান রনি, শ্যামল সিলেটের ফটোসাংবাদিক ইকরাম হোসেন, যমুনা টিভির আইটি কর্মী সুমিত পাল, চ্যানেল টুয়েন্টিফোরের ভিডিও এডিটর আব্দুল হাসান নান্নু, উত্তরপূবের ফটো সাংবাদিক নুরুল, ফোকাস বাংলার ফটোসাংবাদিক দেশ আফজাল, সিলেট সুরমার ফটোসাংবাদিক শহীদ আহমদ, ওয়ান নিউজের প্রতিনিধি নুরুল ইসলাম, সংবাদকর্মী হেনা মম, বাউল শিল্পী শিতন বাবু, নাট্যকর্মী আইনজীবি দেবব্রত চৌধুরী লিটন, নাট্যকর্মী সিরাজ উদ্দিন শিরুল, ধ্রুবজ্যোতি দে, রকিবুল হাসান রুমন, আবু বকর আল আমিন, নকিব চৌধুরী প্রমুখsakib ahmad ......

হাউজিং এষ্টেট ইয়ুথ এসোসিয়েশন উদ্যোগে শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে হাউজিং এষ্টেট ইয়ুথ এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে নগরীর হাউজিং এষ্টেট এলাকায় একটি কমিউনিটি হলে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরশেনের প্যানেল মেয়র (১) ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ মনির চৌধুরী, জিল্লুর রহমান জুয়েল, আবিদ হাসান রাফি, কাদির আহমদ কাকন, ইয়ুথ এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মো: নওফেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: জাবেল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাভেল, মাজেদ ইসলাম, কোষাধ্য আলভী আহমদ চৌধুরী, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আহমদ মাকিন, প্রচার সম্পাদক মাজেদ আহমদ, ক্রীড়া সম্পাদক মো: মইনুল ইসলাম, তুষার আহমদ। আরো উপস্থিত ছিলেন, তাহমিদ, এ. এস লায়েক, সাদমান, তুষার, সাবু, জান্নাত, তাহমিদ আহমদ শাহী, ফেরদৌস আহমদ, মেহেদী হাসান, মুনতাসীর, তৌহিদ শাহী, অয়ন, চয়ন, পায়ল, আতিফ, সুমন, রুহিত, জাওয়াদ, ইমন প্রমুখ। sakib ahmad.......
যুক্তরাষ্ট্র মিশিগান স্টেইট আওয়ামী যুবলীগের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিশিগান স্টেইট আওয়ামী যুবলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মিশিগান স্টেইট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ এবং যুগ্ন সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল হুসেন বাঙ্গালী ,আব্দুল কাইয়ুম, হারুন আহমদ, এনাম আহমদ, হেমটামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান, এনাম মিয়া, শফিকুর রহমান, মিশিগান স্টেইট যুবলীগের সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, দেলওয়ার হুসেন আনসারী পাবেল, মাহবুব আলমগির, এলিওন বৈরাগী, এম ডি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াই মিয়া, আনিছুজ্জামান, প্রচার সম্পাদক আওলাদ হুসেন মামুন, দপ্তর সম্পাদক তারেক আহমদ, ক্রিড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ তানিম, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ সম্পাদক, নাইম চৌধুরী, সুবির ক্রুশ, মিলাক আহমদ ,লোকমান আহমদ, আব্দুল আহমদ প্রমখ।

মিশিগান স্টেইট যুবলীগ ছাড়াও অন্যানের মধ্যে পুস্পস্তবক অপর্ন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান, জালালাবাদ এসোসিয়েশন, বিয়ানীবাজার
আলোচনা সভার শুরেতে কোরআন থেকে তেলাওয়াত করেন করেন হাফিজ শহীদ আহমদ মামুন, দোয়া পরিচালনা করেন হারুন আহমদ। sakib ahmad..... সমিতি, গোলাপগঞ্জ সমিতি ও দনি সুরমা সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠন।

ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ

সিলেট সদর উপজেলার ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেএী মাননীয় প্রধানমনএী শেখ হাসিনার পক্কে আওয়ামীলীগ মনোনীত প্রাথীর চিঠি ও নৌকা প্রতীক প্রদানকালে সিলেট জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ

বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল


১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি যে সকল মানুষ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল তাদের কে স্মরন করতে আজ সকাল ৯টায় "সিলেট ক্যামব্রিয়ান কলেজ" 
থেকে এক ফুলের শ্রদ্ধাঞ্জলি ও র্্যলি বের করা হয় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা বরণ করা পরে কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে বন্ধুদের সাথে...!!!

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

ভিন্ন কায়দায় ভাষা-সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এ দেশের ওপর সাংস্কৃতিক, অর্থনৈতিক আধিপত্য কায়েম করে জাতি হিসেবে আমাদেরকে নতজানু করে রাখতে চাচ্ছে। ভিন্ন কায়দায় দেশের ভাষা-সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে বলে দাবি করেছেন খালেদা জিয়া।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো বাণীতে এ
কথা বলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ভিন্ন কায়দায় আমাদের ভাষা-সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহলবিশেষের সহযোগিতার জন্য। যারা দেশকে তাঁবেদার রাখতে চান, তারাই চক্রান্তজাল বুনে আধিপত্যের থাবাকে বিস্তার লাভ করতে সুযোগ দিয়ে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছে। যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আর এই জন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারও একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে। সুতরাং আজও একুশের অম্লান চেতনা সকল ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তিকে রুখতে আমাদের উদ্বুদ্ধ করবে।
খালেদা জিয়া বলেন, এই দুঃসময়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের প্রেরণা জোগাবে বায়ান্নর মহান একুশের শহীদদের আত্মদান। আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করছি।
ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা ও ভাষাসৈনিকদের অভিনন্দন জানান খালেদা জিয়া। তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্ন সালের একুশের পথ ধরেই এ দেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধিকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে, অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা।

ছিনতাইয়ের অভিযোগএবার ময়মনসিংহে এতিম শিশুকে নির্যাতন

ছিনতাইয়ের অভিযোগে এবার ময়মনসিংহে সাদ্দাম নামে ১২ বছরের এক এতিম শিশুকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে কয়েকজন মিলে শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে এর ভিডিও ছড়িয়ে পড়লে শহরে তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় সাদ্দামের ওপর নির্যাতন চালায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী। ছিনতাইয়ের অভিযোগ এনে প্রায় আধাঘণ্টা ধরে শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।
এ সময় শিশুটি হাতে-পায়ে ধরে আর্তনাদ করলেও নির্যাতন থেকে রেহাই মেলেনি।
পরে শিশু নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হলে শহরে তোলপাড় সৃষ্টি হয়। নির্যাতনের শিকার শিশু সাদ্দাম শহরের কৃষ্টপুর সরকারি বস্তিতে থাকে। সে বস্তিবাসী পারভীন আকতারের ছেলে। আর নির্যাতনকারী সফিরউদ্দিন সরু কৃষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
এদিকে আওয়ামী লীগ নেতা সফির উদ্দিন সরু সাংবাদিকদের বলেন, ওই এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অপরাধে সাদ্দামকে আমি চড় থাপ্পড় দিয়েছি। সে ‘পেশাদার ছিনতাইকারী’। পরে তাকে থানায় পুলিশের হাতে সোপর্দ করি।
অপরদিকে ছেলের ওপর নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছেন শিশু সাদ্দামের মা।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িত নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা মানবাধিকার কমিশনের সাবেক সহ-সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত।
প্রসঙ্গত, ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার বস্তিতে বসবাসকারী শিশুটির বাবা গত এক মাস আগে মারা গেছেন। ২ সন্তান নিয়ে হতদরিদ্র মা কাগজ কুড়িয়ে সংসার চালান।

রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নব-নির্বাচিত মহানগর বিএনপি, কেন্দ্রীয় ছাত্রদল ও শ্রমিক দলকে সংবর্ধনা প্রদান

sakib ahmad .... জাতীয়তাবাদী শ্রমিক দল রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিলেট শাখার উদ্যোগে নব-নির্বাচিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোরমান আলী নির্বাচিত হওয়া ২০ ফেব্র“য়ারী শনিবার রাতে সিলেট রেলওয়ে ষ্টেশনস্থ স্থায়ী কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজি নং-বি/১৭৬৫)’র সভাপতি রবিউল হকের সভাপতিত্বে ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইউনুছ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নব-নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোরমান আলী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আব্দুস সত্তার, মুকুল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা আফজল হোসেন, ডা. এম এ হক বাবুল, আবুল কালাম, কামাল হাসান জুয়েল, উজ্জ্বল রঞ্জন দাস, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন। অন্যান্যেদের উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুর রহমান সেলিম, রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক নুরুন নবী, জুমেল আহমদ, শামছুল ইসলাম স্বপন, সেলিম আহমদ, রেজাউর রহমান রাজন, ছাত্রদল আজিজুর রহমান নাঈম, জিয়াউর রহমান ফাহিম, সাফাত আহমেদ, আরাফাত হোসেন, মাহিন আহমদ, সজল হোসেন, মইনুল ইসলাম, সোহেল আহমদ, তাজুল ইসলাম, রিয়াদ আহমদ, আকাব আহমদ, হেলাল উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ।

সিলেটে দস্তাবন্দি সম্মেলনের ২ দিনে বক্তারা ইসলাম ও মহানবীর অবমাননা করে কেউ রা পাবেনা

sakib ahmad ..... সিলেটে জামিয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেটের ৩ দিনব্যাপী ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় শেষ হয়েছে। বক্তারা বলেন, পৃথিবীর তাগুতি শক্তি আজ আধা জল খেয়ে মাঠে নেমেছে ইসলাম, মুসলমান ও ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্যে। পশ্চিমা শিক্ষা ব্যবস্থা আদর্শ মানব গঠন ও জাতির প্রত্যাশা পূরণে চরম ভাবে ব্যর্থ প্রমাণিত হওয়ায় আজ ইসলামী শিক্ষার্জনের প্রতি মানব গোষ্ঠির আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশ^ব্যাপী ইসলামের প্রচার প্রসারে দেখে মানবতা বিরোধী চক্র ক্ষেপে উঠেছে। তারা জঙ্গিবাদ সহ বিভিন্ন মিথ্যা অপবদা দিয়ে ইসলামী শিক্ষার নিখুঁত ধারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দিতে যাচ্ছে। বক্তাগণ বলেন, দেশের ইসলামী সভা সমাবেশ এবং মাদ্রাসা সমূহের ঐতিহ্যের ধারা দস্তারবন্দী সম্মেলন অব্যাহত থাকলে। ইসলাম বিরোধীদের স্বপ্ন পূরণ হবে না। বক্তাগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের সর্তক করে বলেন, ইসলাম ও মহানবীর অবমাননা করে কেউ রা পাবেনা। শতকরা ৯৫% মসুলমানের দেশে ইসলামের অবমাননা বরদাস্ত করা হবে না। তারা বলেন, কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ যারা কুরআনের শিক্ষা বিরোধী তারা খোদাদ্রোহী। তাই খোদাদ্রোহীদের পরিণতি শুভ হবেনা। ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহিববুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল হক শায়খে বানারই, মুফতী ওলিউর রহমান ও মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। সম্মেলন উপস্থাপনায় ছিলেন যথাক্রমে সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতী জাকারিয়া, হাফিজ মঞ্জুর আহমদ, জামিয়ার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মাওলানা আখতার হোসেন। দ্বিতীয় দিন বয়ান পেশ করেন আওলাদে রাসুল সৈয়দ সালমান মনছুরপুরী, সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদীস মনছুরুল হাসান রায়পুরী, মাওলানা বদর উদ্দীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হোসাইন, হাফিজ মাওলানা মউদুদ্দীন আহমদ, মাওলানা মাশুক আহমদ সালামী, অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মনজুরুল হক চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা ইউসুফ, মাওলানা আলী নূর, ইসরাইল মিয়া, ফারুক আহমদ মিছবাহ, হুমায়ুন আহমদ মাসুক, সমাজকর্মী মুহাম্মদ মুজিবুর রহমান নানু মিয়া প্রমুখ।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মরহুম সি এম মারুফ মাগফেরতা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কমনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

sakib ahmad ........ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক কোষাধ্য ও দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মরহুম সি এম মারুফ এর রুহের মাগফেরাত কামনায় করে এবং অসুস্থ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, মতিউল বারী খোরশেদ, আবদুর রাহমান, কাউসার চৌধুরী ও জাবেদ আহমদ সহ সকল সাংবাদিকদের জন্য বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার বাদ আসর হযরত শাহজালালা (র.) মাজার মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আব্দুল মজিদ, সদস্য এস এম সুজন, আব্দুল মোমিন ইমরান, সহযোগী সদস্য শিপন আহমদ, এ এইচ শহিদুল ইসলাম প্রমুখ।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার বাদ আসর শাহজালালা (র.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

sakib ahmad..... বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক কোষাধ্য ও দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মরহুম সি এম মারুফ এর রুহের মাগফেরাত কামনায় করে এবং অসুস্থ সাংবাদিক আবদুর রাহমান, কাউসার চৌধুরী, মতিউল বারী খোরশেদ ও জাবেদ আহমদ সহ সকল সাংবাদিকদের জন্য বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার বাদ আসর হযরত শাহজালালা (র.) মাজার মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সবাইকে যথাসময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

sylhet in bangladesh a satrosibir k lokko kore polish officeer a babe pokasse goli kora amar mote jatir opoman jonok.

sylhet in bangladesh a satrosibir k lokko kore polish officeer a babe pokasse goli kora amar mote jatir opoman jonok.

১৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘হিরো ৪২০’

sakib ahmad.... সকল বাধা-বিপত্তি দূর করে সব অনিশ্চিয়তা কাটিয়ে নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে ‘হিরো ৪২০’ ছবিটি। দুই বাংলার যৌথ প্রযোজনার এ ছবিটি সোমবার বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।
সেন্সর ছাড়পত্র পাওয়ায় ছবি মুক্তি দিতে আর কোনো বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান ছবিটির প্রযোজনা সংস্থার একাংশ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ। ‘হিরো ৪২০’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির। ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের ওম ও রিয়া সেন। এরইমধ্যে ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে ইউটিউবে।
গত সপ্তাহে অনেকটা আনন্দঘন পরিবেশে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশিত হয়। অনলাইন, ফেসবুকের পাশাপাশি দেশজুড়ে ছবিটির ভিন্নমাত্রা এবং অভিনব প্রচারণা চালাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার মার্কেটিং টিম।
গত ১২ ফেব্রুয়ারি ভারতে এ ছবিটির মুক্তি পেয়েছে। তার ঠিক এক সপ্তাহ পর ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব অভিযোগ পেছনে ফেলে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ছবিটি।

সিলেটে পাহাড় থেকে পরে আহত মিম

sakib ahmad সিলেটের আলী বাহার পাহাড়ের উপর চলছিল ‘দাগ’ ছবির দৃশ্যধারণ। দৃশ্যধারণ শেষে নিচে নামার সময় পরনের গাউনের সঙ্গে গাছের শেকড় জড়িয়ে পড়ে যান অভিনেত্রী মিম।
মিম বলেন, ‘আমার পরনে ছিল গাউন। এই গাউন পরেই আলী বাহার পাহাড়ের চূড়ায় ছবি আঁকার দৃশ্যধারণে অংশ নিই। পাশে ছিল ছবির নায়ক বাপ্পি। শ্যুটিং শেষে নামার সময় হঠাৎ গাউন জড়িয়ে নিচে পড়ে যাই।’
শ্যুটিং ইউনিটের অন্যরা থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান মিম। তারপরও ঘন্টা তিনেক শ্যুটিং বন্ধ ছিল। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয় তাকে। দুপুর দুইটার পর আবার শ্যুটিং শুরু হয়।
জানা গেছে, মিমের আঘাত গুরুতর নয়। পায়ে খানিক চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন বেশ সুস্থ।
উল্লেখ্য, ১৪ ফেব্র“য়ারি সিলেটে ‘দাগ’ ছবির শ্যুটিং শুরু হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সেখানে এটা চলবে। মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটে পুলিশের এসআই মাসুদ রানা’র জামিন আবারো না-মঞ্জুর

সিলেটে চাঁদাবাজি মামলায় পুলিশের এসআই মাসুদ রানার জামিন আবারো নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার (১৫ ফেব্র“য়ারী) দুপুরে বরখাস্তকৃত এস আই মাসুদ রানা সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো’র আদালতে ফের জামিন চাইলে আদালত তা’ নাকচ করে তাকে জেলে বন্দী রাখার নির্দেশ দেন। এর আগে গত ৪ফেব্র“য়ারী এসআই মাসুদ রানা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।
গত বছরের (২০১৫সালের) ২৯ আগস্ট রাতে কোতোয়ালি মডেল থানার এস আই মাসুদ রানার নেতৃত্বে ৩ সদস্যের একদল পুলিশ নগরীর মিরাবাজারস্থ খারপাড়ায় ডা. একেএম নুরুল আম্বিয়ার বাসায় সন্দেহভাজন আসামি ধরতে হানা দেন। এর সপ্তাহখানেক পর হয়রানি ও টাকা চাওয়ার অভিযোগ এনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) বরাবর লিখিত অভিযোগ করেন ডা. আম্বিয়া। লিখিত অভিযোগে তিনি নগদ ১০ হাজার টাকা ও তাঁর স্বাক্ষরসহ একটি ব্যাংক চেক নেওয়ার কথাও উলেখ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এসআই মাসুদ রানাসহ ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। পরে ২১সেপ্টেম্বর ডা.এ.কে.এম নূরুল আম্বিয়া রিপন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এসআই মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজির দরখাস্ত মামলা (নং-১০৪৯/১৫) দায়ের করেন। মামলাটি থানায় রেকর্ড করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকার পর গত ৪ ফেব্র“য়ারী এসআই মাসুদ রানা আদালতে আত্মসমর্পন করলে তাকে জেলে প্রেরণ করা হয় ।
Sakib Ahmad M:

মাহবুবুল হক চৌধুরী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মদনমোহন কলেজ ছাত্রদলের মিছিল-সমাবেশ

সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং নবগঠিত কেন্দ্রীয় সংসদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে।
 দুপুরে মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে রিকাবীবাজার থেকে আবারও ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয়।
ক্রীড়া সম্পাদক শাহ আকাব আহমদ পলাশ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহেল রানার যৌথ পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান।
সভাপতির বক্তব্যে শিহাব খান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন মাহবুবুল হক চৌধুরী, আহমদ চৌধুরী ফয়েজ ও রেজাউল করিম নাচনের নেতৃত্বে সিলেট ছাত্রদল সবাইকে নিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আরো জোরালো ভ’মিকা রাখবেন।

মিছিল ও সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আনহার খান রাজু, এমদাদুল ইসলাম মিজান, এনামুল হক ঝুমন, ইমন আহমদ, ফয়সল আহমদ, আব্দুস সোবহান, আলী ইসলাম, মুক্তার আহমদ মুক্তার, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, কামরুজ্জামান রুমান, জইনু আহমদ জনি, কাউছার আহমদ, সাহেদ আহমদ কাবেলী, হাইয়ান আহমদ ইমরান, সুমন আহমদ, সাহিদুর রহমান বিপ্লব, রিপন আহমদ, সেজা আহমদ, কাওছার হোসেন, আহমদ শাহিন, বেলাল আহমদ, মুহিবুর রহমান, রুহেল আহমদ, ইমন আহমদ, মামুন আহমদ, পারভেজ আহমদ, রিপন আহমদ, মামমুদুল হাসান, নাজিম উদ্দিন, সুহেল আহমদ, সাখাওয়াত হোসেন রেনু, সুহেল আহমদ, বখতিয়ার হোসেন, আমিল আহমদ, সামসুদ্দীন, শফিকুল, এনামুল হক হোসেন, ফরহাদ আহমদ, এস এম সালাম, আরমান, আরিফ, মামুনুর রশিদ মামুন, জইনুল ইসলাম প্রমুখ। 
Sakib Ahmad M:

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

শাবিপ্রবি’র জন্মদিন আজ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: —
আজ পহেলা ফাল্গুন। শাহজালাল বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর সাফল্যের সাথে ২৫ বছর পেরিয়ে আজ ২৬ তম বসন্তে পদার্পন করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রতিবারের মত এবারও বর্ণাঢ্য আনন্দর‌্যালী,অনুষ্ঠান এবং নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আমিনুল হক ভুইয়ার নের্তৃত্বে আনন্দ র‌্যালীটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদনি করে শেখ ওয়াজেদ মিয়া আই.আই.সি.টি ভবনের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। পরে কেক কেটে দিবসটির আনন্দ ভাগাভাগি করে নেয় শাবিপ্রবি পরিবার। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচার্য ড. মো. আমিনুল হক ভূইয়া সংপ্তি বক্তব্যে সকলকে বিশ্ববিদ্যালয় দিবস ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১লা ফাল্গুন পদার্থ,রসায়ন ও অর্থনীতি এই বিশ্ববিদ্যালয়ে ৩টি বিভাগে ১২০ জন শিার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিা কার্যক্রম শুরু শাবিপ্রবি। বর্তমানে এই ২৬টি বিভাগে প্রায় ১০হাজার শিক্ষার্থী রয়েছে।

অসুস্থ মতিউল বারী ঢাকায়, দোয়া কামনা

অসুস্থ সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদের অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে তিনি রাজধানী ঢাকার গ্যাস্ট্রলিভার হাসপাতালে বিশেষজ্ঞদের নিবীড় পর্যবেণে রয়েছেন। মতিউল বারীর আশু রোগমুক্তি জন্য সিলেটবাসীর কাছে তার পরিবারের প থেকে বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. সেলিমুর রহমান, গ্যাস্ট্রলিভার হাসপাতালের প্রফেসর ডা. এ কিউ এম মহসিন ও স্কয়ার হাসপাতালের প্রফেসর ডা. কাজী মোতাহের হোসেনের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠনের মধ্যদিয়ে বৃহস্পতিবার তাকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে সুষ্ঠু চিকিৎসা সেবার লে ইতোমধ্যে মতিউল বারী খুর্শেদের শয্যাপাশে ভিড় না করা ও মোবাইল ফোনে কথা কম বলার জন্য শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডাঃ মোহাম্মদ মঈনুল ইসলাম ডালিম এক বিবৃতিতে অনুরোধ করেছেন।

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটে মানববন্ধন

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটস্থ সচেতন কুলাউড়াবাসীর উদ্যোগে  শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই আল হাদীর পরিচালনায় বক্তব্য রাখেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম জমসেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক এম এস জামান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিরুল ইসলাম রিপন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক তরিকুল ইসলাম, সিলেট কর্মাস কলেজের প্রভাষক আফজাল হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, সিলেট নলেজ হোমের শিক্ষক সাকিল আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আব্দুল্লাহ আল মনি, এডভোকেট রিয়াজ আহমদ, জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মঞ্জরুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরউদ্দিন, আতিক হাসান, জিয়াউর রহমান জুয়েল, সায়মন আহমদ, ফাহিম আহমদ, নোমান আহমদ, পাকি মিয়া, হাসান আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু’র উপর হামলাকারী সন্ত্রাসী এ কে এম শফি আহমদ সলমান সহ সন্ত্রাসীদের ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে এবং স্থায়ীভাবে বহি:স্কার করতে হবে।
অন্যতায় কুলাউড়াবাসীকে নিয়ে সিলেট থেকে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ২৫বছর ধরে দতার সাথে পালন করে আসছেন। এবং ৩বাবের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যানের উপর এরকম বরবর হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুক শাস্তি প্রদান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি