যুক্তরাষ্ট্র মিশিগান স্টেইট আওয়ামী
যুবলীগের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী
যুবলীগের নেতৃবৃন্দ। মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিশিগান
স্টেইট আওয়ামী যুবলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত
হয়।
আলোচনা সভায় মিশিগান স্টেইট যুবলীগের
সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর
রহমান চৌধুরী জাবেদ এবং যুগ্ন সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের যৌথ
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল হুসেন বাঙ্গালী
,আব্দুল কাইয়ুম, হারুন আহমদ, এনাম আহমদ, হেমটামিক সিটির কাউন্সিলম্যান
কামরুল হাসান, এনাম মিয়া, শফিকুর রহমান, মিশিগান স্টেইট যুবলীগের সহ সভাপতি
সৈয়দ সালেক আহমদ, দেলওয়ার হুসেন আনসারী পাবেল, মাহবুব আলমগির, এলিওন
বৈরাগী, এম ডি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াই মিয়া,
আনিছুজ্জামান, প্রচার সম্পাদক আওলাদ হুসেন মামুন, দপ্তর সম্পাদক তারেক আহমদ, ক্রিড়া
সম্পাদক আব্দুল ওয়াহিদ তানিম, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ সম্পাদক,
নাইম চৌধুরী, সুবির ক্রুশ, মিলাক আহমদ ,লোকমান আহমদ, আব্দুল আহমদ প্রমখ।
মিশিগান স্টেইট যুবলীগ ছাড়াও অন্যানের মধ্যে পুস্পস্তবক অপর্ন করেন
বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান, জালালাবাদ এসোসিয়েশন, বিয়ানীবাজার
আলোচনা সভার শুরেতে কোরআন থেকে তেলাওয়াত করেন করেন হাফিজ শহীদ আহমদ মামুন, দোয়া পরিচালনা করেন হারুন আহমদ। sakib ahmad..... সমিতি, গোলাপগঞ্জ সমিতি ও দনি সুরমা সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠন।
আলোচনা সভার শুরেতে কোরআন থেকে তেলাওয়াত করেন করেন হাফিজ শহীদ আহমদ মামুন, দোয়া পরিচালনা করেন হারুন আহমদ। sakib ahmad..... সমিতি, গোলাপগঞ্জ সমিতি ও দনি সুরমা সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন