জিহাদিরা গুলি করে আল্লাহু আকবর হুঙ্কারের পর
আল্লাহু আকবর হুঙ্কারের পর জিহাদিরা গুলি করে, গুলশান, ঢাকা, বাংলাদেশের একটি রেস্টুরেন্টে , বোমা ফাটিয়ে জিম্মি করে খুন করেছে কয়েকজন বিদেশি নাগরিক সহ প্রায় ২২ জন মানুষকে। কিছুদিন আগেই ঘটনার ঐ দিন শোনা গেছে সন্ত্রাসীরা নাকি পার্শ্ববর্তী একটি ক্লিনিকেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার গুলশান ২, সড়ক ৭৯’র রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে ঘটনার শুরু। র্যাব, পুলিশ ও বিভিন্ন আইন সংস্থার সদস্যরা পরিস্থি নিয়ন্ত্রণে আনে। আরো জানা গেছে যে বনানী থানার ওসি জনাব সালাহ উদ্দিন গুলিতে নিহত হয়েছেন।
র্যাবের অনুরোধে মিডিয়াগুলো অভিযান চলাকালে তাদের সরাসরি কভারেজ বন্ধ রেখেছে।
মুক্তমনা আক্রান্ত সকল সুনাগরিকের নিরাপত্তা কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন