লেখক: সাকিবআহমদমুসা
অক্সিজেন
ছাড়া প্রাণের অস্তিত্ব
সম্ভব না। ঠিক তেমনই উপাসনা
ছাড়া ঈশ্বরের অস্তিত্ব
নেই। মানুষের উপাসনা
না পেলে
ঈশ্বরের মৃত্যু ঘটে, তাই বেঁচে
থাকার জন্য ঈশ্বর মানুষের থেকেও
বেশী মরিয়া। এক জন মানুষ
মড়ে গেলেও তার বংশধর থাকে,
কিন্তু ঈশ্বরের মৃত্যু
ঘটা মানে নির্বংশ
হয়ে যাওয়া। তাই বেঁচে থাকার
যুদ্ধ মানুষ থেকে ঈশ্বরের জন্য
বেশী কঠিন।
মানুষের
উপাসনা পাবার জন্য ঈশ্বরের যুক্তি
একটাই, তিনি সব কিছুর স্রষ্টা।
আর সেটা
বিশ্বাস করাবার জন্য পথ মাত্র
দু'টি।
একটা হচ্ছে লোভ আর একটা
হচ্ছে ভয়। ঈশ্বর প্রথমে তার
উপাসনা করার জন্য মানুষকে লোভ
দেখান। তার উপাসনা করলে এটা
দিব, ওটা দিব; মানুষের আরাধ্য
সব জিনিস।
আর লোভে
যদি কাজ না হয়, তাহলে
দেখানো হয় ভয়। আর এই
পুরো প্রকৃয়াটা চালানোর
জন্য একটি বিধান দেয়া হয়।
সেই বিধানের বাইরে
যাই থাকে তার সবই অন্যায়
ও অনৈতিক।
আর বিধানের
ভেতরের সব কাজ ঠিক মতো
করলেই লোভনীয় সব জিনিস পত্র
পাবার হাতছানি। আর বিধানের বাইরের
কাজ করলে ভয় ভীতি দেখানো
শুরু হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন