লেখক ব্লগার সাকিব আহমদ মুছা: আল্যায় ভুল কইরা আদমের জন্য ধর্ম পাঠায় নাই। পরে ভুল কইরা আদমের বংশধরদের জন্য ইহুদি ধর্ম এবং তোরাহ পাঠাইল। পরে আল্যার মনে হইলো তার ভুল হইছে। তখন আবার ভুল কইরা খ্রিষ্টান ধর্ম আর বাইবেল পাঠাইল। কিছুদিন পরে আল্যার আবার মনে হইলো তার ভুল হইছে। সে তখন আগের ভুল সংশোধন কইরা ইসলাম ধর্ম আর কোরান পাঠাইল যা আবার ভুলে ভরা।অনটপিক প্রশ্নঃ আল্যা বইলা কেউ থাইকা থাকলে তার কি কোনো ভুল হওয়ার কথা?সম্পূরক প্রশ্নঃ আল্যার সৃষ্টিতে যদি ভুল না থাকে তাহলে মুসলমানদের আবার আগা কাটতে হয় কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন