লেখক সাকিব আহমদ মুছা:- ওয়াশিকুর বাবু। একজন মুক্তমনা অনলাইন একটিভিস্ট। তার ভিন্নমতের জন্য মৌলবাদীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। তার হত্যার পর প্রায় দুই বছরের মতো কেটে গেছে। বাবুর কথা হয়তো আজ আমরা অনেকেই ভুলে গেছি। বাবুর হত্যার কোন বিচার হয় নি আজো। তাই বাবুর হত্যার বিচারের দাবিতে আমি ৫ জানুয়ারী ২০১৭ লিখতে চলেছি ফেইসবুক আর ব্লগে। শুধু বাবুর জন্য না বাবুর মত এরকম আরো অনেক কলম যোদ্ধাদের জন্য যারা বাবুর মতই শিকার হয়েছেন নৃশংসতার। আমরা সবাই একত্রিত হলে অবশ্যই সম্ভব হবে বাবু হত্যার সুবিচা্র পাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন