প্যারিসে আছে কিছু কিছু সাংবাদিক নাম ধারী ব্যাক্তি যারা আমাকে ব্যাবহার করে জন সম্মুখে খাট করে আমাকে আমার দায়িত্ব থেকে দূরে সরে রাখতে চায়। কিন্তু সে আশা সফল হবে না কখনো। প্রযোজনে সাংবাদিক নাম ধারী ব্যাক্তিদের আদালতে দাড় করাবো। আশা করি এখন থেকে সতর্ক হয়ে যাবেন। আমি মানবাধিকারের প্রতি বিশ্বাসী। মরতে হলে মরবো তবে সত্য কথা বলবো। মানুষের প্রয়োজনে সৎ কাজে নিজের জীবন বিলিয়ে দিতে সর্বদা প্রস্তু।
সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা'র নিজওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন