ইসলাম ধর্মরক্ষার দোহাই দিয়ে জঙ্গী গোষ্ঠিরা বাংলাদেশে বেশ কিছু ঠণ্ডা মাতার ব্লগার হত্যা কান্ড ঘটাচ্ছে।
সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা'র নিজওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।
২০১১ সাল থেকে বাংলাদেশে জঙ্গীদের বিভিন্ন সংগঠন থেকে চলছে ইসলাম ধর্মরক্ষার দোহাই। আর এই দোহাই দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় জঙ্গীদের দ্বারা হচ্ছে ঠণ্ডা মাতার মুক্ত মনার ব্লগার হত্যা। ব্লগার হত্যার লক্ষ্যে বাংলাদেশে একের পর এক পিঁপড়ার মতো বিভিন্ন সময় বিভিন্ন নামে জঙ্গীরা জিহাদী ট্রেনিং দিতে গড়েছে বেশ কিছু প্রাইভেট স্কুল, মসজিদ, কমি মাদ্রাসা, কলেজ এমনকি জঙ্গীদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেল থেকে মানবতা বিরুধী জামায়াত শীর্ষ নেতাদের মুক্তি দিতে কাজ করছে জঙ্গীরা। কিন্তু সে আশা পূরণ হতে দিবেনা বাংলার সাধারণ জনতা।
প্রশ্ন জঙ্গীরা কেন ব্লগার হত্যাকান্ডে এতই ব্যাস্থ। তাহলেকি বুঝবো ব্লগার হত্যা করলে জঙ্গীরা সরাসরী স্বর্গে চলে যাবে। আর ঈশ্বরঐ যদি আছেন তাহলে আমরা মানুষ কেন, মানুষের বিভেদ মিমাংসা করবো। আপনাদের মতামত চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন