বাংলাদেশকে ইসলামী জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে ইতি মধ্যে বাংলাদেশের জামায়াত শিবির সহ তাদের অন্যান্য সহ-যোগী জঙ্গী, জিহাদী, মৌলবাদী সংগঠন দের নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইলামীর চলছে, বর্তমান ক্ষমতাশীন সরকারকে ক্ষমতা থেকে হঠানোর বেশ কিছু ষড়যন্ত্র।
সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা'র নিজওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।
ওবর্তমান ক্ষমতাশীন সরকারকে ক্ষমতা থেকে হঠানোর একটাই উদ্যোশ্য ও কারন হল জামায়াত শিবির সহ তাদের অন্যান্য জিহাদী, মৌলবাদী সংগঠন দের নিয়ে বাংলাদেশে জঙ্গী ইসলামী রাষ্ট্র কায়েম করা। আমি মনে করি বাংলাদেশের তিন তিন বারের সফল মাননীয় প্রধান মন্ত্রী বর্তমান ক্ষমতাশীন সরকার জন নেত্রী শেখ-হাসিনা জঙ্গী দমনে ব্যাপক সোচ্ছার ও বাংলাদেশী লোকজনের জনমনে জঙ্গী আতংক ছাড়া যাতে সর্বক্ষেত্রে চলতে ফিরতে পারেন সেক্ষেত্রে শেখ-হাসিনা'র ভূমিকা আজীবন অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন