লেখক সাকিব আহমদ মুছা:- আল্যার আকার আছে, নাকি সে নিরাকার?--এই প্রশ্নের উত্তরে ওয়াজকারী হুজুর বলেন, দুনিয়ার একমাত্র নিরাকার জিনিস হলো ঘোড়ার ডিম। যেহেতু আল্যায় ঘোড়ার ডিম না, সেহেতু আল্যার আকার আছে।
কোরানে নাকি এমন কোনো আয়াত নাই যেখানে আল্যায় নিজেকে নিরাকার বলছে। আবার হাদিসেও নবী আল্যার নিরাকার বিষয়ে এমন কিছু বলে নাই। উলটা সুরা কিয়ামাহর ২৩ নাম্বার আয়াতে আছে, জান্নাতবাসীরা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। অর্থাৎ জান্নাতে আল্যায় দৃশ্যমান হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন