লেখক সাকিব আহমদ মুছা:- এক সাগর রক্তের বিন্দুু বিন্দুু রক্তের রেখা দিয়ে লেখা আমাদের পবিত্র সংবিধান। লাখ লাখ শহীদের রক্ত মাখা, সবুজ রূপে লাল সূর্য্যআঁকা, এইতো আমাদের জাতীয় পতাকা। স্বাধীন বাংলাদেশ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। যে অর্জনের মূলে ছিল দেশপ্রেম। বাংলার মাঠে-ঘাটে পরতে-পরতে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, গৌরবের কত-না মুক্তা ছাড়ানো এই তো আমাদের বাংলাদেশ। পৃথিবীর বুকে আর কয়টি দেশ আছে? যে দেশের নিরিহ, নিরপরাধ, নিরস্ত্র জনগণ হয়েও শুধুমাত্র দেশমাতৃকাকে মুক্ত করার জন্য, জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে। মানুয় হয়ে মানুষ দ্বারা অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে অস্ত্র হাতে তুলে নিয়েছে। মাতৃভূমির প্রতি প্রতিজ্ঞা রক্ষা করা। নিরস্ত্র থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হয়েছে। পৃৃথিবীকে জানান দিয়েছে, বাংলাদেশ নামে একটি রাষ্ট্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নিতে যাচ্ছে। ১৯৭১ সালের এই গৌরবের কথা আমাদের সবার জানা। সঠিক ইতিহাসের গর্বকে আরো দৃঢ়ভাবে বুকে ধারণ করার ক্ষমতা অর্জন করতে যাচ্ছি আমরা, অন্ধকারকে বেধ করে আলোর যাত্রী হয়ে। আমরা জেনেছি, আমাদের পূর্ব-পুরুষেরা আমাদের স্বাধীনতার গর্বকে অর্জন করেছেন মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন