ফ্রান্স
থেকে শুনেছিলাম স্কুলের
পাঠ্যবই নিয়ে নাকি বাংলাদেশে বেশ কিছু দিন ধরে
ইসলামী মৌলবাদী গোষ্ঠী
আন্দোলন করছে। পাঠ্যবইয়ে
নাকি আছে ইসলাম বিরুধী কবিতা,
গল্প রচনাবলি ও লেখালেখি এমন
অভিযোগ তুলেছে মৌলবাদী
গোষ্ঠী। সংশোধনের দাবিতে
সংগঠিত হচ্ছে কওমিপন্থি
রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এমনকি ‘শিক্ষানীতি
২০১০’ এবং প্রস্তাবিত
‘শিক্ষা আইন ২০১৬’ বাতিলের দাবি
তুলে আন্দোলন করছে এসব
সংগঠন। ইতিমধ্যে কয়েকটি
রাজনৈতিক দল ও সংগঠন এ
দাবিতে বিক্ষোভ মিছিলসহ
বিভিন্ন কর্মসূচি পালন
করেছে। পাঠ্যবই সংশোধন
না হলে
আরও তীব্র আন্দোলনের
হুঁশিয়ারি দিয়েছে।
ধর্মভিত্তিক
দল ও
সংগঠনগুলোর অভিযোগ, এসব
পাঠ্যবইয়ে যোগ করা হয়েছে ধর্মহীন
নাস্তিক ও হিন্দুত্ববাদের
দীক্ষা। আশা করি দেশে এখনও
ভালো মানুষ আছেন, যাঁরা দেশটাকে
বাঁচাবেন, দেশটাকে নষ্ট
হওয়া থেকে বাঁচাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন