মৌলবাদীদের চাপাতি দিয়ে হত্যা করা অনন্ত বিজয় দাস-কে হারানোর বেদনা আজও ভুলিনী ভুলতে পারিনী।
বেঁচে থাকলে আজ বাবুর বয়স হতো প্রায় ৩৪ বছরের মতো। ২০১৫ সালে মৌলবাদীদের হাতে নির্মমম ভাবে খুন হন বাবু অনন্ত বিজয় দাস। বাবু যদিও আজ বেঁচে নেই তবুও আমাদের কাছ থেকে তার শেষ পর্যন্ত ভাল বাসা একটুও কমেনি।
খুন হয়েছেন তাতে কি হয়েছে আমাদের মাজ থেকে আজও বাবু হারিয়ে যাননি।
তার অপ্রকাশিত বই ‘জীবববিবর্তন তত্ত্ব পড়ে আজ বাবুকে অনেক মনে পড়ে এমনকি এক পর্যায় কাঁদলাম ও এক নজরে চোখের জল ফেললাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন