রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

সোহাগী হত্যার বিচার দাবীতে মদন মোহন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সোহাগী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা না হলে সারা দেশের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ আরো কঠিন আন্দোলনে যাবে। আমরা এমন নৃশংস হত্যার দ্রুত বিচার দাবি করছি। সমাজ থেকে এ কলঙ্ক দুর হোক এটাই সবার কাম্য। মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে এসব কথা বলেন।
কুমিল্লাা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
সোমবার নগরীর লামাবাজার কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনটি পালিত হয়। তোফায়েল আহমদের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞান প্রধান আসমা উল হুসনা, শিক্ষক জয়া রাণী আইন, শিক্ষক হুসনে আরা কামালী, সম্মিলিত নাঠ্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন