ফ্রান্সে
এবার গঠন করল "জুরী স্পোটিং ক্লাব" প্রবাসী বাংলাদেশি তরুন যুব-সমাজ
সাকিব আহমদ মুছা ফ্রান্সথেকে- ফ্রান্সে
"জুরী স্পোটিং ক্লাব" গঠন করা উপলক্ষ্যে,
ফ্রান্স প্রবাসী বাংলাদেশী জুরী উপজেলার তরুন যুব-সামাজ এর উদ্যোগে, এক অনাড়ম্বর অনুষ্ঠানের
মধ্যে দিয়ে "জুরী স্পোটিং ক্লাব" গঠন করা হয়।
ফ্রান্সের
রাজধানী প্যারিস শহর এর মাদ্রকদর্মী এলাকার এক "হল রুমে", রবিবার বিকাল ৩
ঘটিকা হইতে অন্তত্য ৫ ঘটিকা পর্যন্ত জনাব,
আব্দুর রবের সভাপতিত্বে, মাহমুদুল হাসান আফরুলের পরিচালনায় উপস্থিত সভায় প্রধান অথিতির
দায়িত্ব প্রাপ্ত হিসাবে ছিলেন-জুরী উপজেলার বিশিষ্ট মুরুব্বী জনাব, হাফিজ আহমেদ, বিশেষ
অথিতি হিসাবে সভায় যারা উপস্থিত ছিলেন- ওবায়দুল ইসলাম (রুহেল), আব্দুল গফুর এবং সায়েম
উদ্দীন।
উক্ত
উপস্থিতি সভায় বক্তব্য রাখেন নবঘটিত "জুরী স্পোটিং ক্লাব" এর প্রধান উপদেষ্ঠা
তৈমুর হাসান (লাট ভাই), সভাপতি-দেলওয়ার হোসেন, সাধারন সম্পাদক-নুরুল ইসলাম, উপদেষ্ঠা
মন্ডলীর সদস্য শরীফ উদ্দীন, আব্দুল ওয়াহীদ, কোষাদক্ষ-রহিম উদ্দীন সহ নবঘটিত জুরী স্পোটিং
ক্লাবের নেতৃবৃন্ধের পক্ষ থেকে আরো বক্তব্য পেশ করেন-হাবিবুর রহমান, আব্দুল হাদী, খালেদ
মাহসুদ, আব্দুল হামিদ, সেলিম উদ্দীন, মুর্শেদ আহমদ, সায়মন আহমেদ, শাহাব উদ্দীন, লোকমান
হোসেন, আখতার হোসেন, সোহেল আহমদ, মাসুম উদ্দীন প্রমূখ।
এসময়
বক্তারা বলেন "জুরী স্পোটিং ক্লাব" এর লক্ষ্য, বাংলাদেশ ও ফ্রান্স সহ গোটা
ইউরোপের মানব সেবায় কাজ করা, দেশ ও জাতীর কল্যানে তাদের কার্যক্রম অব্যাহত রাখা। তাই
তারা মনে করেন "জুরী স্পেটিং ক্লাব" এর প্রতি সবার সু-নজর রাখা ও "জুড়ী
স্পোটিং ক্লাবের" অগ্রযাএাকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের সাহায্য সহযোগিতা
কাম্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন