প্যারিসে মোহাম্মেদ আতা উল্লাহ সাকের;র সম্মানে সংবর্ধনা
সাকিব আহমদ মুছা, প্যারিস
(ফ্রান্স) থেকে :– মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬ ॥ সিলেট তরুণ
সংঘ, প্যারিস, ফ্রান্স এর উদ্যোগে, গতকাল
মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হইতে
সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত,
ফ্রান্স এর রাজধানী প্যারিসের
লাকরনভ বুম্বে রেস্টুরেন্টে
তরুণ বিপুল সংখ্যক প্রবাসীদের
উপস্থিতিতে তরুণ শিল্পপতি করিম
উল্লাহ মার্চেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মেদ আতা উল্লাহ সাকের;র সম্মানে এক
বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান
প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সহ সভাপতি মামুন
মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সেলিম চৌধুরীর পরিচালনায়
এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি
করিম উল্লাহ মার্চেন্ট গ্রুপ
চেয়ারম্যান মোহাম্মেদ আতা উল্লাহ সাকের,
ফ্রান্স,র কমিউনিটি ব্যক্তিত্ব
সাহেদ আলী ,ইউরোপিয়ান প্রবাসী
বাংলাদেশী এসোসিয়েশনের সহকারি কোষাধক্ষ্য অজয়
দাস ,তরুণ ব্যবসায়ী আব্দুল
হক সাব্বির ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
প্যারিষদ উপদেষ্ঠা বিমল দাস বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ প্যারিষদ
এর সভাপতি জোতিষ দেবনাথ
,বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সাধারণ
সম্পাদক ইকবাল হোসেইন ,ঢাকা
বিভাগ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নূর
আলম মঞ্জুর ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
প্যারিষদ প্যারিস এর সাংগঠনিক সম্পাদক
সুবল দেব, বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ প্যারিষদ প্যারিস
এর অর্থ সম্পাদক গোপাল
চন্দ্র দে সহ অন্যান্য
সংগঠনের নেতারা।
এসময়
নিজ দেশের বর্তমান অর্থনীতির
কথা স্মরণ
করে সংবর্ধিত অতিথি মোহাম্মেদ আতা
উল্লাহ সাকের বলেন বাংলাদেশের
অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা, বাংলার উন্নয়নে
আপনারা প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ
এখন বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে
যাচ্ছে উল্লেখ করে তিনি
আরো বলেন প্রবাসীদের নিজ
দেশে বিনিয়োগের সুযোগ আছে, করিম
উল্লাহ মার্চেন্ট গ্রুপ প্রবাসীদের বিনিয়োগে
সহায়তা করবে বলেও তিনি
প্রতিশ্রুতি দেন। বক্তব্যের
শেষ আর্ধে তাকে ফুলেল
শুভেচ্ছায় সিক্ত করা হয়
এবং সম্মামনা স্মারক প্রদান করেন
সিলেট তরুণ সংঘের নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন