ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা শিশুসহ আহত ৩
ড্রীম সিলেট রির্পোট:–
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা শিশুসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালি বানিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহতরা হচ্ছেন ঐ গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী (৫২), তাঁর স্ত্রী ফুলমালা বেগম(৪২) ও ছেলে মাহবুব আলী(১৪)।
গুরুতর অবস্থায় গোলাম রব্বানীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, গ্রামের রফিক পরিবারের সাথে ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল গোলাম রব্বানীর।
জানা গেছে, গ্রামের রফিক পরিবারের সাথে ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল গোলাম রব্বানীর।
এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রফিক ও তার
স্বজনরা গোলাম রব্বানীর ঘরে গিয়ে হামলা চালায়। হামলায় গোমাল রব্বানী সহ ঐ
তিন জন আহত হন। হামলা কালে রফিকের সাথে ছিল সুফিয়া বেগম, আব্দুস ছুরত,
আলীম, মহিম, সেলিম ও শারমিন। শারমিনের দায়ে কুপে গোলাম রব্বানী গুরুতর আহত
হন। এ ঘটনায় ছাতক থানায় মামার প্রস্তুতি চলছে বলে জানান গোলাম রববানীর ছেলে
জমসর আলী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন