দুপুর প্রায় ১২ টা দিকে সিলেট সদর উপজেলার
৬নং টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম দফা দখল
করে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় বিএনপির
কার্যালয়ও ভাংচুর করে ক্ষমতাসীনরা।
পরে
২য় দফা দুপুর ১.৩০ মিনিটের সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
মিছবাহ উদ্দিন সিরাজ এই স্থানে উপস্থিত ছিলেন বলেন জানা যায়।
আাইনশৃঙ্খলাবাহিনী উপস্থিততে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে কেন্দ্র
প্রবেশ করে আওয়ামীলীগ নেতা হাজী সেলিম, জুয়েল, ফরহাদ সহ নেতা কর্মীরা।
কেন্দ্র দখল করে তারা ব্যালট সীল দিতে তাকে। আর আইনশৃঙ্খলাবাহিনী বিএনপির
নেতা কর্মীদের ধাওয়া করতে তাকে। আওয়ামীলীগ নেতা কর্মীরা ছবি তুলতে বাধা
প্রদান করে কেন্দ্র থেকে বের করে দেন। স্থানী সূতে জানাজায় এসময় ছাত্রলীগ
কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন