মুখে মুক্তিযুদ্ধের খই ফুটিয়ে হিন্দুদের মূর্তি-মন্দির ভাঙ্গে
সাকিব আহমদ মুছা,
প্যারিস (ফ্রান্স) থেকে :–আওয়ামী লীগের
নেতারা মুখে মুক্তিযুদ্ধের খই
ফুটিয়ে হিন্দুদের মূর্তি-মন্দির ভেঙ্গে
ও জমি দখল করে
তাদের দেশছাড়া করছে বলে অভিযোগ
করেছে ফ্রান্স বসবাসরত ব্লগার সাংবাদিক সাকিব
আহমদ মুছার একাংশে।
বৃহস্পতিবার
দুপুরে তার ব্লগে দেওয়া
এক স্ট্যাটাসে ব্লগার সাংবাদিক মো:
সাকিব আহমদ মুছা এ
অভিযোগ করেন।
সাকিব
আহমদ মুছা তার ব্লগে
দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রতিদিন
পত্রিকায় আওয়ামী লীগ নেতাদের
মন্দির ভাঙা আর হিন্দুদের
জমি দখলের খবর।
কোথাও কোনো প্রতিবাদ নেই,
মানববন্ধন নেই, সংবাদ সম্মেলন
নেই। প্রতিবাদ
হবেও বা কেন? জামাত-শিবির ভাঙলেই না
প্রতিবাদ!
মুখে
মুক্তিযুদ্ধের চেতনার খই ফোটাবেন
আর সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি-মন্দির ভাঙবেন, জমি
দখল করে তাদের দেশছাড়া
করবেন, এই কি আপনাদের
মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক
বাংলাদেশের নমুনা?’
নওগাঁয়
মন্দির ভাঙ্গার মূলহোতা আওয়ামী লীগ নেতার
গ্রেফতারের দাবি জানিয়ে ব্লগার
সাংবাদিক মো: সাকিব আহমদ
মুছা বলেন, ‘মন্দির ভাঙার
মূলহোতা, নওগাঁর নিয়ামতপুরের স্থানীয়
আওয়ামী লীগের সভাপতি বজলুর
রহমান নঈমকে আগামী ২৪
ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
জানাই। সাঙ্গপাঙ্গরা
সাথে থাকলে তাদের সহ
গ্রেফতার করুন। কোমরে
দড়ি বেঁধে গণমাধ্যমের সামনে
হাজির করুন, দ্রুত দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করুন, দেখবেন দেশ
থেকে মন্দির ভাঙা-জমি
দখল পালিয়ে অন্য গ্রহে
চলে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন