মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে

ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :–শবে বরাত সবে মেহরাজের উপলক্ষ্যে, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার উদ্দোগে, এক আলোচনা দোয়া মাহফিল সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

১৬ মে সোমবার  ফ্রান্সের রাজধানী প্যারিস মেরী দ্যা অভারবিলি এক প্রবাসী মুসলিম জন গোষ্ঠীর সু-পরিচিত আল্লাহ তায়ালার দ্বীনি এবাদত বন্দেগীর স্থান যার নাম মসজিদ বিপুল সংখ্যাক মুসলমানদের উপস্থিতিতে সে মসজিদে অনুষ্ঠান অতি আনন্দের সাথে পালিত হয়

প্রধান অতিথির বক্তব্যে  আল ইসলাহ লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক মাও আব্দুল  জলিল বলেন, মুমিনদেরকে হক এবং সঠিক পথের উপর ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কেবল নিজে জাহান্নাম থেকে বাঁচলে চলবেনা, বরং নিজের পরিবার-পরিজন সমাজকেও সঠিক পথে আহবানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আর সমাজ সংশোধনের এই মহান উদ্দেশ্য নিয়ে মানুষকে সত্য-সঠিক আক্বীদা-বিশ্বাসে পরিচালিত করার জন্যই আনজুমানে আল ইসলাহর জন্ম তিনি আরো বলেন, ইসলামের প্রাথমিক যুগ তথা তাবেয়ীন, তাবেতাবেয়ীন সলফে সালেহীনগণের সময় থেকে ইসলামে চারটি মাজহাবের উৎপত্তি হয়েছে দুনিয়ার সকল মুসলমান এই চারটি মাজহাবকেই সঠিক এবং শুদ্ধ বলেই মেনে আসছেন কিন্তু বর্তমান সময়ে আহলে হাদীস নামে লা মাজহাবী একটি ফিতনার আবির্ভাব হয়েছে, যারা পূর্ববর্তী সত্যপন্থী ইমামদেরকে দোষারোপ করে এবং সহীহ হাদিসের নামে কুরআন হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে তিনি সমস্ত ফিতনা সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক থাকার জন্য আহবান জানান

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পদক মাও কাজী আবদুল মুহিত, সংগঠনের সভাপতি মির্জা শফিকুর  রহমান এর সভাপতিত্বে , যুগ্ম মহা সচিব ক্বারী মোঃ আবু সিদ্দীক আনসারীর পরিচালনায় , বিশেষ অতিথি মসজিদ কমিটির  সভাপতি অনুষ্টানের পৃষ্টপোষক ওয়াহিদ বাহার তাহের , পেরিস বাংলা প্রেস ক্লাব এর সভাপতি আবু তাহির , সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু , প্রচার সম্পাদক নয়ন মামুন , মোঃ আবুল কালাম মামুন , ওয়াজ করেন মাও আমিনুল হক , মাও মাসুক আহমেদ ,  ইমাম আব্দুস সহিদ , সহ সভাপতি এখলাছুর রহমান রাজু , নাতে রসুল পরিবেশন করেন সিপন আহমেদ , এছাড়া উপস্তিত ছিলেন হুসাইন খান , সৈয়দ দেলোয়ার হুসেন , মাও হেলাল আহমেদ , রাজু আহমেদ , হাবীব শাহ , কামাল আহমেদ , হাঃ জাহাঙ্গীর ,আবদুর  রহিম , মেহেদি হাসান , হাসান আহমেদ ,টিপু আহমেদ , তাহির সা সাহিদ      প্রমূখ আল ইসলাহ ফ্রান্স প্রবাসী নেতূবৃন্দ

1 টি মন্তব্য:

  1. এটা আসলেই কোন ভাল ধর্মের মতাদর্শনা। একে ওপরকে যে ভাবে কটাক্ষ করে বক্তব্য রাখেন আর দিতেছেন। ইসলাম কি আসলেই আপনাদের সেই শিক্ষা দিচ্ছে। তাহলে কেন এভাবে ইসলামের মাঝে গ্রুপিং।

    উত্তরমুছুন