প্যারিসে এইচ এস হায়দারকে সংবর্ধনা
সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :–ফেনী জেলা সমিতি, প্যারিস, ফ্রান্স এর উদ্যোগে, গতকাল রবিবার সন্ধ্যা সাত ঘটিকা হইতে রাত আনুমানিক এগারো ঘটিকা পর্যন্ত, ফ্রান্স এর রাজধানী প্যারিসের গার্দু নর্দের প্যারিজিয়ান রেস্টুরেন্টে সর্বস্থরের বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর উপদেষ্ঠা এইচ এস হায়দারে;র সম্মানে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংবর্ধীত ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর উপদেষ্ঠা এইচ এস হায়দারে;র বক্তব্যে ও তার নিজ “ফেনী জেলা সমিতি ফ্রান্স” সভায় উপস্থিতি নেতৃবৃন্দের বক্তব্যে বলেন ফেনী জেলার কৃতি সন্তান, স্বনাম ধন্য ব্যবসায়ী এইচ এস হায়দারকে ইউরোপের সর্ববৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনর উপদেষ্ঠা নির্বাচিত করায় ইউরোপের বিভিন্ন দেশের নের্তৃবৃন্দকে একরাশ বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা।
অনুষ্ঠানের এক অন্তীম মূহুর্তে এইচ এস হায়দারকে ফুলেল সংবর্ধনা প্রদান করে বক্তারা বলেন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এ্যাসোসিয়েশন প্রবাসীদের সকল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন কার্যত ভুমিকা পালন করবে।
হরেক রকমের আয়োজনের মধ্যে দিয়ে ফেনী জেলা সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আলা উদ্দিন আল মামুনের পরিচালনায় সংবর্ধিত অতিথি এইচ এস হায়দার ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা সমিতির উপদেষ্ঠা এম এ তাহের।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতির চেয়ারম্যান সালেহ আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা সমিতির উপদেষ্ঠা আজহারুল হক মিন্টু ,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর সহকারী কোষাধক্ষ্য অজয় দাস,সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন,অমর আলী, শেখ দাউদ ,সাধারণ সম্পাদক তুষার তুহিন, ইউনুস মোল্লা প্রমূখ।
সভার শেষে পরে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন