সোমবার, ৬ জুন, ২০১৬

ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র


 ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানবতাবিরোধী কাজ করে সমালোচিত হয়েও ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার ভারতে কয়েকটি মরুভুমি ও পাহাড়ি অঞ্চলে তীব্র পানি সংকট দেখা দেয়। তিনি ভারতীয় রেলওয়েকে নির্দেশ দেন ঐসব এলাকায় পানি ভর্তি লরি পাঠানোর জন্য। বিষয়টা পত্রিকার খবর হওয়ার আগেই নিষ্পত্তি হয়ে যায়। এখানেই একজন রাষ্ট্রনায়কের সফলতা। জনগনের সমস্যাক্রান্ত বিষয় জানাজানি হওয়ার আগেই নিষ্পত্তি। 


গত বেশ কয়েকদিন থেকে সোস্যাল মিডিয়ায় ছবিসহ একটি মানবিক আবেদনসংবলিত পোস্ট অনেকের ওয়ালে ঠাঁই পেতে দেখা যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম থানচিতে আদিবাসিদের মাঝে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। দেশের অন্যান্য জায়াগায় ভালো ফসল উতপাদন হলেও থানচিতে নানা প্রাকৃতিক দুর্যোগের কারনে ফসল উতপাদন ব্যহত হয়। ফলে দেখা দেয় খাদ্যাভাব। বোঝাই যাচ্ছে স্থানীয়ভাবে এই দুর্যোগ মোকাবেলায় আদিবাসীদের সক্ষমতা নেই। আবার প্রশাসনেরও কার্যকর কিছু চোখে পড়ছে না। ৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েই সবাই হাত-পা গুটিয়ে বসে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন