মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

মদের দোকানের নাম "মক্কা, আমি স্বাগত জানাচ্ছি


ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা

সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছার নিজ ব্লগ থেকে প্রকাশিত-
ধিক্কার ও প্রতিবাদ গড়ে তুলুন যারা অ্যামেরিকার নিউইয়র্কে মদের দোকানের নাম মক্কা ব্যবহার করাতে ও অনুরুপ ডিজাইনের বিল্ডিং বানিয়েছে বলে প্রতিবাদ করছে মুসলিম ধর্ম ব্যবসায়ী নাম নিয়ে

আমি স্বাগত জানাচ্ছি

মদের দোকানের নাম "মক্কা।

"""""""""""""
অ্যামেরিকার নিউইয়র্কে তৈরি হচ্চে শহরের সব চেয়ে বড় মদ এর দোকান। যার নাম দেওয়া হচ্চে( আপ্যেল মক্কা)। আশ্চর্যজনক ব্যপার হবার কিছু নেই
ইসলামের সব চেয়ে মূল্যবান ও পবিত্র মক্কা শরীফ এর মত করে বিল্ডিং এর ডিজাইন করা হচ্চে  ।
এ ঘটনা নিয়ে বিশ্বের বেশ কিছু সামাজিক
যোগাযোগ মাধ্যমে তিব্র ক্ষোভ ও বিতর্ক চলছে। কিন্তু না আমি একজন সাধারণ মানুষ হিসেবে এর স্বাগত জানাচ্ছি ।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন