শনিবার, ১৮ জুন, ২০১৬

বাক-স্বাধীনতার ও ধর্মীয় মৌলবাদ লড়াই


সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছার ‘বাক-স্বাধীনতার ও ধর্মীয় মৌলবাদ লড়াই পরিচালনা করেছে’ প্রবন্ধটি তার নিজ ওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।

রাজনীতির জ্ঞান সম্পন্ন প্রত্যেকটি মানুষই জানি যে- অধুনা বাংলাদেশে ইসলাম প্রেম, নবি মুহাম্মদের কথিত ‘অবমাননা’, ইসলাম ধর্ম রক্ষার যে জিগির উঠেছে তার সবকিছুই ‘বাখওয়াজ’।  আসল কথা হল সাধারণ জনগণকে ধর্মরক্ষার মিথ্যে জিগির তুলে রাষ্ট্রক্ষমতা দখল, ক্ষমতায় টিকে।  আমি, আমরা, হেফাজতে-ইসলামি বাংলাদেশের আমীর আল্লামা শফি হুজুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী থেকে শুরু করে […]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন