ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা-২০১৫ সালের ত্রিশে মার্চ নাস্তিক ব্লগার ওয়াশিকুর বাবুকে বাসা থেকে পাঁচশ গজ দূরে অফিসে যাবার পথে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ইসলামি বিশ্বাসের ভাইরাস। বাবুকে হারিয়ে ফেলার এক বছরে বাবুকে স্মরণের জন্য তার ক্ষুরধার লেখাগুলো সংকলিত করে ইবুক আকারে প্রকাশ করা হলো ‘ফাল দিয়া ওঠা কথা’। বাবুর আলো ছড়িয়ে দিন সবখানে।
ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা-ওয়াশিকুর বাবুর লেখা “ফাল দিয়া উঠা কথা” পড়ে তাকে ভালো ভাবে বুঝার চেষ্ঠা করালাম। মিটারের ফিতা দিয়ে মেপে অন্তটা খোঁজতে পারলাম না।
মানবতাবাদী ওয়াশিকুর বাবুকে স্যালিউট না করে পারা যায়না। ওর কলমের খোঁচা কত প্রবল, তাকে মেরে প্রমান করে দিল।
যুগ যুগ মানুষের মনে আঁকা থাকবে তুমি।
ওয়াশিকুর বাবুর লেখা পড়লাম | কিছু কথা মনে হলো তাই লিখছি |
উত্তরমুছুনবাবু এক জায়গায় লিখেছেন যে ধর্মগ্রন্থ ছাড়াই ভালো কাজ করা যায় | এইখানে কিছু সমস্যা আছে | পৃথিবীতে যে শাস্ত্র ভালো-মন্দ , নৈতিকতা-অনৈতিকতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে তাকে ধর্ম গ্রন্থ বলে | এই একটিমাত্র বই আছে যা মানুষকে ভালো-মন্দ ন্যায়-অন্যায় ইত্যাদি শেখায় | এছাড়া অন্য কোনো বই যে শিখায় তা আমার জানা নেই | জানালে বাধিত হব | ধর্মগ্রন্থ ছাড়াই ভালো কাজ করা কি করে যাবে যেখানে ঐটি ছাড়া ভালো কাজ কাকে বলে তাই জানা যায় না ?
ধর্মগ্রন্থ ছাড়া ভালো কাজ করা যায় -এই কথাটা অনেকটা বিজ্ঞান না পড়েই বিজ্ঞানি হওয়া যায় বা গণিত না পড়েই গণিতজ্ঞ হওয়া যায়-এর মত শোনাচ্ছে |
দ্বিতীয়ত বাবুর বাকি যুক্তিগুলি সবই ইসলামের নামে মুসলমানদের অপকীর্তির বিবরণ | কিন্তু ইসলামের নামে মুসলমানদের ভালো কাজও তো আছে | সেগুলি কেন অনুপস্থিত ? ইসলামের বড় বড় পন্ডিতরা , যেমন এমাম গাজ্জালি, ইবন আরাবী, আল হাল্লাজ মনসুর, ইবন তুফাইল ইত্যাদি লোকেরা অনেক জ্ঞান্গর্ভ বই লিখেছেন | আব্বাসীয় খলিফাদের (হারুন অল রশিদ ) সময় বাগদাদে জ্ঞান বিজ্ঞান চর্চার বিরাট কেন্দ্রে পরিনত হয়, সেগুলোও তো ইসলামের নামেই করা হয়েছিল |
স্পেনে মুসলিম শাসনের সময় কর্ডোভা এক বিরাট জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিনত হয়েছিল | এইগুলোও তো ইসলামের নামেই হয়েছিল আর যারা করেছিলেন তারা নিজেদের মুসলিমই বলতেন | এরাও তো নিজেদের মুসলিমই বলতেন | তাহলে এগুলো কেন বিচার্য হবে না ?
মুসলিম বিজ্ঞানীদের কথা না হয় বাদ দিলাম | জনৈক মুসলিম বিজ্ঞানি আলোকের উপরে অসামান্য গবেষণা করেছিলেন | সুতরাং এরা বাদ যাবে কেন ?
এইভাবে দেখলে বুঝা যায় যে ধর্ম খারাপ নয় বরং ধর্মের নামে যারা অত্যাচার করছে তারাই খারাপ | সুতরাং বৃথা ধর্মকে দোষারোপ করা উচিত নয় |