সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা'র ‘গুপ্তহত্যা আর জঙ্গি হামলার বিরুদ্ধে লেখ কথাটি তার নিজ ওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো। :- বাংলাদেশে ধারাবাহিক গুপ্তহত্যা আর জঙ্গি হামলার বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শেষ হয়েছে গত বৃহস্পতিবার রাতে। এ অভিযানে পুলিশের হিসাবে আটক হয়েছে ১৯৪ জন জঙ্গি। নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, লেখক- প্রকাশক-ব্লগার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলাটিমের ৬ সদস্যকে ধরতে গত ১০ মে ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার থাকা বাংলা টিমের কয়েকজন সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ৬জনকে শনাক্ত করা হয়। ডিএমপির অফিসিয়াল সাইটে প্রকাশ হওয়ার ছবির ব্যক্তিরা হচ্ছেন- শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ। এদের ধরিয়ে দিলে বা তথ্য দিয়ে সহায়তা করলে, ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন