বুধবার, ১৫ জুন, ২০১৬

শয়তানদের ফাঁসি ও চাপা কষ্ট বাংলাদেশ

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
এক নদী রক্ত পেরিয়ে

সম্পাদক নোট: ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছার ‘শয়তানদের  ফাঁসি ও চাপা কষ্ট বাংলাদেশ’ প্রবন্ধটি তার নিজ ওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।

ছবি: ইন্টারনেটের সৌজন্যে

হত্যাকান্ড পরিকল্পনা ও সংঘটনের অন্যতম বদমাশ সংগঠক সে সময়কার আলবদর বাহিনীর নেতা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ঠেকাতে না পেরে বিজয়ের মাত্র দু তিন দিন আগেই আমাদের দেশের শিক্ষক, গুনি মানুষ আর নামকরা বিদ্যানদের হত্যাকান্ড […]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন