সোমবার, ১৪ মার্চ, ২০১৬

এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ মার্চ ২০১৬ইং স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে এমরান আহমদ চৌধুরীকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদানের ব্যাপারে অবহিত করেন। চিঠি পাওয়ার পর থেকে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।
এদিকে এমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে তাকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বঅচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এবং কাউন্সিলারবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি ভবিষৎ আন্দোলন সংগ্রামে সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন। সিলেট থেকে সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন