আমি চাই সারা বিশ্ববাসী কে জানিয়ে দিতে যে, আমি যন্ম লগ্ন থেকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে জেল, জুলুম, নির্যাতীত। আমার সহ আমার বাবা, মা, ভাই, বোন আমার দ্বারা ক্ষতি গযস্থ শিকার। তবে আমার এটকু সময় আমি মানব সেবায় দিতে ইচ্ছুক অতিতেও জড়িত ছিলাম তবে এখন একটু বেশি আমার এই ছুট্ট জীবনে যাই হোক না কেন আমি চাইনা আমার মতো আর কারো জবীন কারো পরিবার পরিজন ক্ষতি গযস্থ না হোক। তবে এটা সত্য আমি ন্যায়ের আলোকে বিস্তারের জন্য হাসি মুখে সব সময় আগযহী। আমি ন্যায় সত্য নিষ্টার পর নায়ক। আমি এখন নির্বাচনে আগযহী যাকে বলে মানবাধিকার আমি মানবাধিকারের একজন সত আদর্শ ন্যায় পরায়ন একজন ধার্মিক আলোচিত মুখ লাভ করেতে আগযহী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন