শনিবার, ১২ মার্চ, ২০১৬

সিলেট ভিউ’ থেকে সাংবাদিক নুরুলের স্বেচ্ছায় পদত্যাগ

অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভিউ ২৪ ডটকম এর স্টাফ ফটো সাংবাদিক এর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাংবাদিক নুরুল ইসলাম। তিনি একাধারে দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ ফটো সাংবাদিক এবং সিলেট জেলা প্রেসকাব’র সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেট বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য । শনিবার (১২ মার্চ) এক বার্তায় তিনি তাঁর পদত্যাগ এর বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট ভিউ ২৪ ডটকম এর শুরু থেকেই তিনি ওই নিউজ পোর্টালের স্টাফ ফটো সাংবাদিক পদে কাজ করছিলেন।
এক প্রেস বার্তায় সাংবাদিক নুরুল ইসলাম জানান, সিলেট ভিউ ২৪ ডটকম-এ আমি অনেক দিন যাবৎ কাজ করে আসছিলাম। কিন্তু বর্তমানে ঐ পোর্টালে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে মর্যাদাপূর্ণ কোন তফাত না থাকায় পেশাগত দায়িত্ব পালনে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মরতদের কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই হঠাৎ করেই যে কেউই সিলেট ভিউ-এর সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে চষে বেড়াতে দেখা যায়। এমতাবস্থায় পেশাদার সাংবাদিকদের নিরপে দায়িত্ব পালনে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই পেশাগত সাংবাদিক হয়ে এহেন অপতৎপরতা মেনে নিতে না পারায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি) সিলেট থেকে সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন