দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ বলেছেন, পূবালী ব্যাংক
সহ বাংলাদেশের প্রায় সকল ব্যাংক এখন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
গ্রাহক সেবায় পূবালী ব্যাংক অতিথের নিয়ে বর্তমানেও প্রশংশার দাবী রেখে কাজ
করে যাচ্ছে। মানুষের কল্যাণে পূবালী ব্যাংক সিএলএস’র সাত্বাধিকারী জিল্লুর
রহমান শোয়েব কাজ করে যাবেন আমি বিশ্বাস করি।
পূবালী ব্যাংক লিমিটের কনজুমার ক্রেডিট স্কীম (সিএলএস) এর তত্বাবধায়ক এজেন্ট রহমান এন্ড রহমান টেড্রার্সের কার্যালয় হস-ান-র উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী রবিবার নতুন কার্যালয় দক্ষিণ সুরমা স্টেশন রোডস’ স্টার ভিউ ২য় তলায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
মিলাদ ও দোয়া উপসি’ত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পূবালী ব্যাংক বরই কান্দি শাখার ব্যবস’াপক রাজদ্বীপ রায়, জালালপুর শাখার ব্যবস’াপক নিজাম উদ্দিন, প্রভাষক জুবায়ের আহমদ জুবেদ, ইসলামী ব্যাংকরে পিও কানাইলাল দাস, অফিসার্স শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, আব্দুল কাজের, রাজনীতিবীদ আলী আহমদ হিরা, সাহেদ আহমদ বাচ্চু, ব্যবসায়ী সাইফুর রহমান খালেদ, রহমান এন্ড রহমান টেড্রার্সের সত্বাধিকারী অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, কর্মকর্তা আব্দুল কাদির, আরমান আলী, তোয়ায়েল আহমদ, রাবেল আহমদ, রেজু মিয়া প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলগেইট জামে মসজিদের ইমাম ও ক্বারী কামরুল ইসলাম নাছিমুল।
পূবালী ব্যাংক লিমিটের কনজুমার ক্রেডিট স্কীম (সিএলএস) এর তত্বাবধায়ক এজেন্ট রহমান এন্ড রহমান টেড্রার্সের কার্যালয় হস-ান-র উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী রবিবার নতুন কার্যালয় দক্ষিণ সুরমা স্টেশন রোডস’ স্টার ভিউ ২য় তলায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
মিলাদ ও দোয়া উপসি’ত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পূবালী ব্যাংক বরই কান্দি শাখার ব্যবস’াপক রাজদ্বীপ রায়, জালালপুর শাখার ব্যবস’াপক নিজাম উদ্দিন, প্রভাষক জুবায়ের আহমদ জুবেদ, ইসলামী ব্যাংকরে পিও কানাইলাল দাস, অফিসার্স শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, আব্দুল কাজের, রাজনীতিবীদ আলী আহমদ হিরা, সাহেদ আহমদ বাচ্চু, ব্যবসায়ী সাইফুর রহমান খালেদ, রহমান এন্ড রহমান টেড্রার্সের সত্বাধিকারী অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, কর্মকর্তা আব্দুল কাদির, আরমান আলী, তোয়ায়েল আহমদ, রাবেল আহমদ, রেজু মিয়া প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলগেইট জামে মসজিদের ইমাম ও ক্বারী কামরুল ইসলাম নাছিমুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন