বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেছেন, শামসুল
উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন একজন প্রকৃত মানবদরদী
ওলী আল্লাহ। রাসুলে আকরাম (সা.) আনীত ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব রূপায়ন
ঘটেছিল তাঁর জীবনে। এ কারণে পারিবারিক,সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অঙ্গন সহ
জীবনের সর্বেেত্র তাঁর পদচারণা ছিল রাসূলে আকরাম (সা.) এর জীবনের বাস্তব
প্রতিরূপ। তিনি অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন, লাখো লাখো
মুরিদীন-মুহিব্বীনকে দীনের আলোয় আলোকিত করেছেন। হাজার হাজার আলেম-উলামা গড়ে
গেছেন যারা দীনের খেদমতে ব্যাপৃত রয়েছেন। এতীম-অনাথ, দু:স্থদের কল্যাণে
এতীমখান, লঙ্গরখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রেখে গেছেন। সুতরাং বর্তমান সময়ে
যেখানে ইসলামকে মিডিয়ায় নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তখন আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মত মহান ব্যক্তিত্বের জীবন ও কর্মের আলোচনাকে
আরো বর্ধিত কলেবরে, বিস্তৃত পরিসরে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়া উচিত।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২২নং
ওয়ার্ড সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী
ছাহেব ক্বিবলাহ (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির
বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
গতকাল বৃহস্পতিবার নগরীর উপশহরস্থ আল কুরআন মেমোরাইজিং সেন্টারে আয়োজিত সেমিনারে ২২নং ওয়ার্ড তালামীযের সভাপতি আলী আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মো: মুজাক্কির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ জালাল রহ. ৩৬০ আউলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মো: মাছুম আহমদ দুধরচকী, সিলেট মহানগর তালামীযের সহ-সভাপতি এনাম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, দি কুরআনিক হোম এর শিক্ষক মাওলানা হাফিজ মঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম জেলা সদস্য আলী হায়দার, ২৩নং ওয়ার্ড সভাপতি আজাদ হোসাইন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড তালামীযের অফিস সম্পাদক ফজলে করিম জুনেদ। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ১৭নং সভাপতি সেলিম আহমদ, ২২নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক গুলজার আহমদ, সহ-অফিস সম্পাদক জাবেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এহসান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সদস্য হাফিজ জুনেদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। সাকিব আহমদ মুছা সিলেট থেকে
গতকাল বৃহস্পতিবার নগরীর উপশহরস্থ আল কুরআন মেমোরাইজিং সেন্টারে আয়োজিত সেমিনারে ২২নং ওয়ার্ড তালামীযের সভাপতি আলী আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মো: মুজাক্কির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ জালাল রহ. ৩৬০ আউলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মো: মাছুম আহমদ দুধরচকী, সিলেট মহানগর তালামীযের সহ-সভাপতি এনাম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, দি কুরআনিক হোম এর শিক্ষক মাওলানা হাফিজ মঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম জেলা সদস্য আলী হায়দার, ২৩নং ওয়ার্ড সভাপতি আজাদ হোসাইন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড তালামীযের অফিস সম্পাদক ফজলে করিম জুনেদ। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ১৭নং সভাপতি সেলিম আহমদ, ২২নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক গুলজার আহমদ, সহ-অফিস সম্পাদক জাবেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এহসান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সদস্য হাফিজ জুনেদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। সাকিব আহমদ মুছা সিলেট থেকে
bdnews
উত্তরমুছুনFind 24/7 latest Bangla News from popular BD Newspaper- 24 News, BD News 24, Bangla News 24, Bangla, bd newspaper, all Bangladeshi newspaper at Odhikar.news
https://www.odhikar.news/all-news