মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

প্যারি্স প্রেস ক্লাব থেকে সংবর্ধনা ১,৬০০ প্রতিযোগিকে ফেছনে ফেলে বাংলাদেশি বংশদূত তরুন ইব্রাহিম খলিল।

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- ১,৬০০ প্রতিযোগিকে ফেছনে ফেলে রান্না প্রতিযোগিতায় ফ্রান্স এর রাজধানী প্যারিস সহ গোটা ইউরোপ আলোয় আলোকিত এক নামের অধিকারী নতুন প্রজন্ম সর্বস্থানের প্রথম স্থান অর্জন কারি বাংলাদেশি বংশদূত তরুণ ইব্রাহীম খলিল। গতকাল শনিবার বিকাল ৫ঘটিকায় প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে ফ্রান্সের সর্বোচ্চ প্রতিযোগিতা রাবেলাইস ইয়াং ট্যালেন্ট ২০১৬ বাংলাদেশি বংশদূত ফ্রান্সে অবস্থানরত তরুণ প্রজন্ম ইব্রাহিম খলিল চ্যাম্পিয়ানকে সংবর্ধনা। প্যারিস-বাংলা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির আসন গ্ররহণ করেন মানবাধিকারের প্রতি শ্রদ্বাশীল, সু-শীল সমাজগঠণের প্রতি আগ্রহ দানক্বারী বাংলাদেশের সু-নাগরীক ফ্রান্স প্রবাসী বর্তমান প্যারিস-বাংলা প্রেসক্লাব এর সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হুসেন এর পরিচালানায় এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত তরুন বাংলার সুনাম অর্জনকারী প্যারিসে বসবাসরত ফ্রান্সের সর্বোচ্চ প্রতিযোগি চ্যাম্পিয়ান রাবেলাইস ইয়াং ট্যালেন্ট ২০১৬ অর্জনকারী আলোচিত সমালোচিত ইব্রাহিম খলিল, তার পরবর্তীতে বক্তব্যরাখেন প্যারিস-বাংলা প্রেসক্লাবএর কোষাদক্ষ-ফেরদৌস করিম আখঞ্জি, প্রচার সম্পাদক-নয়ন মামুন, যুগ্ম সাধারন সম্পাদক- সাইমন, সাংবাদিক-সাকিব আহমদ মুছা, সদস্য-জহিরুল ইসলাম রানা, সম্পাদক-আবুলকালাম মামুর ডেইলি সিলেট, যগ্ম সম্পাদক- শাহ মো: যাকরিয়া ডেইলি স্টার, ক্রিড়া সাংবাদিক- মামুন খান দৈনিক উত্তর পূর্ব, আমির হুসেন সদস্য, ওমর ফারুকসহ এসময় বক্তরা বলেনে ফ্রান্স সহ সমগ্র বাংঙ্গালী জাতীকে রান্না প্রতিযোগিতায় আরো নতুনত্বের নতুন এক অধ্যায় একধাপ এগিয়ে নিলেন তরুন ইব্রাহিম খলিল চ্যাম্পিয়ান। আমরা মনেকরি চ্যাম্পিয়ান ইব্রাহিম খলিল রাবেলাইস ইয়াং ট্যালেন্ট ২০১৬ ফ্রান্সের সর্বচ্চো প্রতিযোগিতা লাভ করে সমগ্র বাংলা বাংঙ্গালীজাতী তার গর্বে গর্ভীত। এসময় উপস্থিতি সভায় তরুন ইব্রাহিম খলিল বলেন তার রাবেলাইস ইয়াং ট্যালেন্ট ফ্রান্সের সর্বোচ্চ প্রতিযোগিতা ২০১৬ অজর্নন করে সীমাবদ্ধ না। সে আগামীর দিনে ফ্রান্স সহ সমগ্র বাংঙ্গালী জাতীকে আরো নৃত্য নতুন কিছু দিতে তার লক্ষ্য ভুমিকা ব্যাপকতার সাথে অব্যাহত থাকবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন