সিলেট সদর উপজেলা শাহপরাণ থানাধীন খাদিমনগরের দলইপাড়ার মরহুম বিল্লাল
আহমদের পুত্র জুবেদ আহমদ গত ১২ মার্চ শনিবার থেকে নিখোঁজ রয়েছে। তার
পরিবার জুবেদকে আত্মীয় স্বজন সহ সকল জায়গা খোঁজাখোজির পর না পেয়ে চাচা শহীদ
আহমদ ১৩ মার্চ শাহপরান থানা একটি সাধারণ ডাইরী করেন। যাহার নং- ৬৩৭।
জুবেদ আহমদ একই এলাকার মাহমুদুল হাসান মাদ্রাসার হাফিজিয়া পড়াশুনা করছে। সে প্রত্যেক দিন বিকালে বাড়িতে গিয়ে আবার মাদ্রাসায় আসে। সে অত্র মাদ্রাসায় থেকে পড়াশুনা করে। সাধারন ডাইরী সূত্রে আরো জানা যায় গত ১২ মার্চ ২০১৬ ইং তারিখে জুবেদ আহমদ মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে বিকাল প্রায় আনুমানিক ৫ ঘটিকার সময় মাদ্রাসার উদ্দেশ্য বেরিয়ে আসে। এরপর থেকে প্রায় ৪ দিন যাব তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মাদ্রাসায় যাওয়ার সময় তার পড়নে ছিল নীল রঙ্গের পাঞ্জাবী, ছাপার লুঙ্গি, জুবেদের গায়ের রং শ্যামলা, লম্বা অনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। থাকে খোঁজে না পেয়ে তার পরিবার দীর্ঘ ৪ দিন যাবত চরম উতকন্ঠা মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। যদি কেউ শিশুটি কে কোথায় দেখতে পান তবে চাচা শহীদ আহমদের মোবাইল নং – ০১৭৭৩৬০৬২৪০ ও ০১৭৪৪১৬৩৪৪৬ এই নম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। সাকিব আহমদ মুছা সিলেট থেকে
জুবেদ আহমদ একই এলাকার মাহমুদুল হাসান মাদ্রাসার হাফিজিয়া পড়াশুনা করছে। সে প্রত্যেক দিন বিকালে বাড়িতে গিয়ে আবার মাদ্রাসায় আসে। সে অত্র মাদ্রাসায় থেকে পড়াশুনা করে। সাধারন ডাইরী সূত্রে আরো জানা যায় গত ১২ মার্চ ২০১৬ ইং তারিখে জুবেদ আহমদ মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে বিকাল প্রায় আনুমানিক ৫ ঘটিকার সময় মাদ্রাসার উদ্দেশ্য বেরিয়ে আসে। এরপর থেকে প্রায় ৪ দিন যাব তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মাদ্রাসায় যাওয়ার সময় তার পড়নে ছিল নীল রঙ্গের পাঞ্জাবী, ছাপার লুঙ্গি, জুবেদের গায়ের রং শ্যামলা, লম্বা অনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। থাকে খোঁজে না পেয়ে তার পরিবার দীর্ঘ ৪ দিন যাবত চরম উতকন্ঠা মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। যদি কেউ শিশুটি কে কোথায় দেখতে পান তবে চাচা শহীদ আহমদের মোবাইল নং – ০১৭৭৩৬০৬২৪০ ও ০১৭৪৪১৬৩৪৪৬ এই নম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। সাকিব আহমদ মুছা সিলেট থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন