ইসলামী ঐক্যজাটের মজলিসে শুরার প্রস্তাবে বলা হয়,আল্লাহদ্রোহীরা আল্লাহর অনুগত বান্দাহ হওয়ার পথে যেমন প্রতিবন্ধকতা তৈরি করছে , তেমনিভাবে অসম্ভব করে তুলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহামান্য সাহাবাদের অনুকরণে বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নকে। একই ভাবে পরিপূর্ণ ইসলাম পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহান আল্লাহর মানবসৃষ্টির মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে চাইছে। শুরার প্রস্তাবে আরো বলা হয়,ইসলামের শত্রুদের যুদ্ধ নিছক কওমী মাদ্রাসার বিরুদ্ধে নয়। তাদের লড়াই হচ্ছে, ইসলামের বিপক্ষে। তারা ইসলাম কায়েমের পথ রুদ্ধ করতে চায়,দেশকে ইসলামের প্রভাবমুক্ত করতে চায়। এটি ইসলাম দুশমনদের স্বঘোষিত নীতি। এ লক্ষ্যে তারা মহান আল্লাহর বিধানের বিরুদ্ধে অবিচ্ছিন্ন যুদ্ধ পরিচালনা করছে। ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরা আরও বলেছে, যারা কওমী মাদ্রসার বিরুদ্ধে কথা বলে তারা মূলত কোরআনের শত্রু,কোরআনী জ্ঞানের মহাশত্রু। ইসলামের এই বিপক্ষ শক্তি চায় জ্ঞানের মূল উৎস, আল কোরআনের জ্ঞানলাভ থেকে মানুষ বঞ্চিত হোক। আল-কোরআন থেকে মানুষ দূরে থাকুক এবং সংখ্যাগরিষ্ট জনগণ ইসলাম বিষয়ে অজ্ঞ থাকুক। নাস্তিক, মুরতাদরা জানে, কোরআনী জ্ঞানের কারণে ঈমান শক্তিশালী ও বলিষ্ঠ হয়। ইসলামের বিজয়ে মুমিন হয় আপোষহীন। আপোষহীন, ঈমান্দীপ্তি মানুষ ইসলাম কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এখানেই ইসলাম ও রাষ্ট্রদ্রোহী অপশক্তির ভয়। সে ভয়ের কারণে এবং ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের একটি কৌশল হিসেবে তারা কোরআন চর্চার প্রতিষ্ঠান কওমী মাদ্রসার অগ্রযাত্রা রুদ্ধ করতে চায়। কিন্তু মাদ্রাসা শিক্ষার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রাকৃতিক ভাবে ইসলাম বিরোধী অপশক্তি নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ মঙ্গলবার বাদ যোহর লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, অধ্যাপক এহতেশাম সরোয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যেব হোসাইন, মাওলানা ফজলুর রহমান,মাওলানা আবুল কাশেম,মাওলানা শেখ লোকমান হোসাইন,মাওলানা আহলুল্লাহ ওয়াছেল,মাওলানা আবদুল হাই ফারুকী,মুফতী সাখাওয়াত হােসাইন, মুফতী এ এন এম জিয়াউল হক মজুমদার,মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা শিবলি খান , মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা একেএম আশরাফুল হক,হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা ইয়াকুব গাজী, মাওলানা রিয়াজতুল্লাহ, সয়াইয়েদ মোঃ আহসান,মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ। রিপোর্টার আলোক চিএ সাকিব আহমদ মুছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন