বুধবার, ২ মার্চ, ২০১৬

সিলেট সদর উপজেলা আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সিলেট সদর উপজেলার আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ২ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিলেট সদর উপজেলা সহ বাংলাদেশ শিা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের (বেনবেইস) উদ্যোগে নির্মিত ১২৫ উজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর উদ্বোধন উপলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত আন সিয়ং ডু ও ইউআইটিআরসিই প্রকল্প পরিচালক ফসিউল্লাহ।
এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর উপজেলা কমপ্লেক্সে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, ছাত্র ও সুধী মহলকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন মোল্লাহ, মৎস্য অফিসার দ্বীরাজ বর্মন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিরিন আক্তার, বিজিবি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ময়নুল হক, শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুজ্জামান তাপাদার।
পরে ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি রিপোর্টার আলোক চিএ সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন