শনিবার, ২ জুন, ২০১৮

আওয়ামী লীগে(র) বিকল্প নাই



আসলেই নাই

আওয়ামী লীগের কোন বিকল্প নাই। মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িকতার লেবাস পরে এর উল্টোটা করার জন্য আওয়ামীলীগের বিকল্প নাই। আবার আওয়ামী লীগেও কোন বিকল্প নাই। শেখ হাসিনা ৩৬ বছর ধরে দলের সভাপতি। আজ পর্যন্ত তারবিকল্প খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, কোন এমপি মারা গেলে ওই আসনে প্রার্থী দেয়ার মত বিকল্প খুঁজে পাওয়া যায় না।নিহতের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, ভাগিনাকে প্রার্থী করতে হয়। মেয়র হানিফ মারা যাওয়ার পর ঢাকা শহরে মেয়র প্রার্থী দেয়ারমত বিকল্প খুঁজে পাওয়া যায় না। দক্ষিণে তার ইমেজ ্যবহার করে তার ছেলেকে প্রার্থী করতে হয়। উত্তরে প্রার্থী ভাড়া করতে হয়।এখন সেই ভাড়াটে প্রার্থীর আকস্মিক মৃ্যুতে সংকটে পড়েছে আওয়ামী লীগ। প্রার্থী নেই। আবার ভাড়া করতে হবে।


ক্রসফায়ার!


ক্রসফায়ার!

লেখক: সাকিব আহমদ মুছা
রোহিঙ্গা সমস্যা, বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাবাস, খুলনা সিটি নির্বাচন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ইত্যাদি একের পর এক ঘটনা প্রবাহ ছাড়িয়ে এখন লোকমুখে সবচেয়ে আলোচিত বিষয়ক্রসফায়ার

গত দিন দশেক হলো সারাদেশে চলমান র্যা -পুলিশের যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মারা পড়েছেন প্রায় ১০০ ব্যক্তি। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি কথিতক্রসফায়ার নিহত এসব ব্যক্তি সকলেই মাদক ব্যবসায়ী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে। আরক্রসফায়ারপ্রশ্নে তিনি বলেছেন, যে পদ্ধতি ভাল হয়, তারা সেটিই করে যাবেন।  


মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

ফ্রান্সের ডাক্তার গণের প্রতি আমি চীর কৃতঘ্য

ফ্রান্সের ডাক্তার গণের প্রতি আমি চীর কৃতঘ্য

ডাক্তার গণদের সাথে আগে কখনো আমার দেখা হয়নি।  ফোনে কথা হয়নি।  ফ্রান্সের রাজধানী প্যারিস এর গার্দনর্দ এক বাংলাদেশী পথচারি ব্যাক্তির সাথে দেখা হলে আমার চিকিৎসা বিষয়ে কতো পকোতন করতে লাগলাম তখন তিনি আমাকে কমেড হাসপাতাল এর সন্ধ্যান দিলেন যেখানে বিনামূল্যে সু-চিকিৎসা হয়।     ২০১৫ এর মাঝামাঝি থেকে আমি কমেড হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিতে শুরু করি।  এরপর কমেড হাসপাতাল এর ডাক্তার মুরির কাছ থেকে আমার শারিরিক মানষিক রোগের চিকিৎসা চলে।  একপর্যায় আশা যাওয়ার মধ্য দিয়ে কয়েক বাক্য মোবাইল নাম্বার লেনদেন তাই একটি নাম্বার ছাড়া লোকজনকে বলার মত কোন স্মৃতি আমার কাছে নেই।  সর্বশেষ যোগাযোগ ওই নাম্বার।  যেখানে লেখা ছিলো সেবায় কমেড হাসপাতাল আমার জন্য একটা আইডিও খোলা হয়েছে, যদি নিয়মিত আশি তাহলে তিনি খুশি হবেন।

ডাক্তার মুরির চিকিৎসা দেখে আমি প্রথমে অনেকটা খুশি হয়েছি। 
তারদের অফিসিয়াল নাম্বার পেয়ে আমারও পরান খুশি হয়েছিল। চিকিৎসার শুরু থেকে ডাক্তার মুরির  নিয়মিত রোগী ছিলাম আমি সাকিব আহমদ মুসা।

বিশেষত এবং সচলায়তন কমেড এর প্রতি আমার এক ধরনের মনে মনে সম্মান জাগতো।  কমেড কে এক ধরনের বাপের বাড়ি মনে করতাম।  মনে হতো আমার তাদের চিকিৎসায় কমে য়াবে পরবর্ততীতে কমেড হাসপাতাল এর চিকিৎসায় আমি সুস্থ না হতে পারায় কমেড হাসপাতাল এর ডাক্তার মুরি আমাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাতসিমার একটি সাইকেটিক হাসপাতালে পাটানো হ্য়।  আপাতত আমি ক্যাতসিমায় সাইকেটিক বিভাগে আছি।

ক্যাতসিমার সাইকেটিক হাসপাতালের ডাক্তার গণ আমাকে সুস্থ করার জন্য খুবই মনযোগী।  আমি 
ক্যাতসিমার সাইকেটিক বিভাগে সপ্তাহে একদিন যাই।   এমনকি আমি সেখানে না গেলে ডাক্তার গণ আমাকে ফোন করে নেন।  তাই আমি চির কৃতঘ্য।  এখানে আছেন যেমন  ডক্তর কোজু, ডক্তর বেলাইদ নার্স সহ প্রমূখ