৩০ ডিসেম্বর সারা দেশে দুই শতাধিক পৌরসভায় নির্বাচনের তারিখ ঠিক করেছিল নির্বাচন কমিশন। কমিশনের ‘শান্তিপূর্ণ’ ভোটগ্রহণের নির্দেশনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
‘শান্তিপূর্ণভাবে’ ভোট গ্রহণের লক্ষ্যে তাই সকাল ৮টা পর্যন্ত অপেক্ষা না করে ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পরপরই বিভিন্ন স্থানে ভোটগ্রহণ শুরু করেছেন সরকারদরীয় নেতাকর্মীরা।
ধারণা করা যাচ্ছে, সকালে বিরোধী দলীয় প্রার্থী এবং তাদের এজেন্টদের উপস্থিতিতে ক্ষমতাসীনরা নিজেদের খুশিমত ভোট গ্রহণ করতে চাইলে প্রতিপক্ষের বাধায় ভোটের ‘শান্তিপূর্ণ’ পরিবেশে ব্যাঘাত সৃষ্টি হতে পারে ভেবেই গভীর রাতে ভোট গ্রহন সম্পন্ন করতে চাচ্ছেন।
অবশ্য রাত ১২ টায় চ্যানেল আই তাদের বুলেটিনে জানিয়েছে, কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় রাত ১০ টা থেকেই (অর্থাৎ ২৯ তারিখ থাকতেই) ব্যালটে সীল মেরে বাক্স ভরতে শুরু করেছেন শাসক দলের এজেন্টরা।
বিডিনিউজ জানাচ্ছে, তারও আগে (রাত ৯টা) থেকে ঢাকার অদূরে সাভারে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করেন আওয়ামী লীগের লোকজন।
বিডিনিউজের “সাভারে কেন্দ্র দখলের চেষ্টা” শিরোনামের সংবাদটি থেকে--
“পৌরভোটের আগের রাতে ঢাকার সাভারের একটি ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রাজাসন এলাকার আল-হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানান।
পরে র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় বলে জানান তিনি।
শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রটি রিমোট এরিয়ায় হওয়ায় দুর্বৃত্তরা এটি দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করছিল। এ সময় অতিরিক্ত র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।”
এভাবে বিভিন্ন স্থানে ভোট গ্রহণ বা ভোট গ্রহণের চেষ্টা চলছে। কিছু অসমর্থিত সূত্র জানিয়েছে,
কুমিল্লা লাকসামে রাত ১২টার আগে ৫ কেন্দ্রের ভোট বাক্স ব্যালটসহ নিয়ে গেছে ছাত্রলীগ যুবলীগ..।
ফেনীর দাগনভূঞাতে রামনগর বোর্ড অফিসে ৭নং, মাতুভূঞা বোর্ড অফিসে কেন্দ্রসহ সবগুলো কেন্দ্র দখল নিয়েছে আওয়ামী লীগ এমপি নিজাম হাজারীর নেতৃত্বে ছাত্রলীগ/যুবলীগ।
চট্রগ্রাম রাউজানে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারন সস্পাদক রোটনের নেত্বতে ১০০০ হাজারও বেশী বহিরাগত নিয়ে ভোট কেন্দ্র দখল ও জাল ভোট.শুরু পুলিশ এর উপস্থিতে।
চট্রগ্রাম বারইয়াহাটে ২ টি কেন্দ্র ভোট বাক্স ব্যালট সহ নিয়ে গেছে যুবলীগ।
কিশোরগজ্ঞে পশ্চিম বাজিতপুরের শেখ মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩ কেন্দ্র দখল করে রাত ১০টা জাল ভোট দেওয়া শুরু করে ছাত্রলীগ। রিপোর্টার আলোক চিএ সাকিব আহমদ মুছা
‘শান্তিপূর্ণভাবে’ ভোট গ্রহণের লক্ষ্যে তাই সকাল ৮টা পর্যন্ত অপেক্ষা না করে ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পরপরই বিভিন্ন স্থানে ভোটগ্রহণ শুরু করেছেন সরকারদরীয় নেতাকর্মীরা।
ধারণা করা যাচ্ছে, সকালে বিরোধী দলীয় প্রার্থী এবং তাদের এজেন্টদের উপস্থিতিতে ক্ষমতাসীনরা নিজেদের খুশিমত ভোট গ্রহণ করতে চাইলে প্রতিপক্ষের বাধায় ভোটের ‘শান্তিপূর্ণ’ পরিবেশে ব্যাঘাত সৃষ্টি হতে পারে ভেবেই গভীর রাতে ভোট গ্রহন সম্পন্ন করতে চাচ্ছেন।
অবশ্য রাত ১২ টায় চ্যানেল আই তাদের বুলেটিনে জানিয়েছে, কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় রাত ১০ টা থেকেই (অর্থাৎ ২৯ তারিখ থাকতেই) ব্যালটে সীল মেরে বাক্স ভরতে শুরু করেছেন শাসক দলের এজেন্টরা।
বিডিনিউজ জানাচ্ছে, তারও আগে (রাত ৯টা) থেকে ঢাকার অদূরে সাভারে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করেন আওয়ামী লীগের লোকজন।
বিডিনিউজের “সাভারে কেন্দ্র দখলের চেষ্টা” শিরোনামের সংবাদটি থেকে--
“পৌরভোটের আগের রাতে ঢাকার সাভারের একটি ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রাজাসন এলাকার আল-হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানান।
পরে র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় বলে জানান তিনি।
শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রটি রিমোট এরিয়ায় হওয়ায় দুর্বৃত্তরা এটি দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করছিল। এ সময় অতিরিক্ত র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।”
এভাবে বিভিন্ন স্থানে ভোট গ্রহণ বা ভোট গ্রহণের চেষ্টা চলছে। কিছু অসমর্থিত সূত্র জানিয়েছে,
কুমিল্লা লাকসামে রাত ১২টার আগে ৫ কেন্দ্রের ভোট বাক্স ব্যালটসহ নিয়ে গেছে ছাত্রলীগ যুবলীগ..।
ফেনীর দাগনভূঞাতে রামনগর বোর্ড অফিসে ৭নং, মাতুভূঞা বোর্ড অফিসে কেন্দ্রসহ সবগুলো কেন্দ্র দখল নিয়েছে আওয়ামী লীগ এমপি নিজাম হাজারীর নেতৃত্বে ছাত্রলীগ/যুবলীগ।
চট্রগ্রাম রাউজানে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারন সস্পাদক রোটনের নেত্বতে ১০০০ হাজারও বেশী বহিরাগত নিয়ে ভোট কেন্দ্র দখল ও জাল ভোট.শুরু পুলিশ এর উপস্থিতে।
চট্রগ্রাম বারইয়াহাটে ২ টি কেন্দ্র ভোট বাক্স ব্যালট সহ নিয়ে গেছে যুবলীগ।
কিশোরগজ্ঞে পশ্চিম বাজিতপুরের শেখ মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩ কেন্দ্র দখল করে রাত ১০টা জাল ভোট দেওয়া শুরু করে ছাত্রলীগ। রিপোর্টার আলোক চিএ সাকিব আহমদ মুছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন