বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের চিঠি হস্তান্তর

সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত নৌকা প্রতিকের চিঠি  বৃহস্পতিবার বিকেলে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের কার্যালয়ে দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের হাতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুল মুমিন চৌধুরী, মঈনুল ইসলাম, মো. ইব্রাহিম আলী, গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ। শেখ হাসিনা স্বারিত নৌকা প্রতিকের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এডভোকেট মিসবাহ উদ্দিন বলেন, যারা নৌকার প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র গ্রহণ করেছেন তা প্রত্যাহার করার জন্য তিনি আহ্বান জানান। যদি প্রত্যাহার করা না হয় তাহলে, সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বাধীনতার প্রতিক, নৌকার প্রতিক, উন্নয়নের প্রতিক, শেখ হাসিনার প্রতিক নৌকার প্রতিক-কে বিজয়ী করার জন্য জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। বিজ্ঞপ্তি সিলেট থেকে সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন