বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

জৈন্তাপুরে এম লিয়াকত আলী ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে এম লিয়াকত আলী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার জৈন্তাপুর রাজবাড়ী মাঠে সম্পন্ন হয়েছে।
জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইমরান আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিফোরএস বাংলাদেশ এর ম্যানেজিং ডাইরেক্টর সেলিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল্লাহ, জৈন্তাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ও ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার্জ ইনচার্জ শফিউল কবির, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইখলাছুর রহমান, ১নং নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমাব বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন শাহীন, তামাবিল কয়লা-পাথর ও চুনাপাথর আমদানীকারক গ্র“পের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, এছাড়া খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মো. জাকারিয়া, সদস্য আব্দুল কাইয়ুম, কাওসার শাহেদ, ফারুক আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, রাসেল আহমদ, ফজল করিম, দুলাল আহমদ প্রমুখ।
টুর্নামেন্টে তেলিহাটি মজনু সুপার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দর্জি হাটি ইসলাম সুপার জুটি। বিজ্ঞপ্তি সিলেট থেকে সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন