জামায়ত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে
বুধবার সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক হরতাল বিরোধী মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর সুবিদ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
স্থানীয় চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর
ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
আব্দুল আলিম তুষার এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সংসদ
সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের
সদস্য শাহ আলম শাওন, এমদাদুল হক জাহেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক
সম্পাদক সজল দাস অনিক, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার। এসময়
ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন যত দ্রুত সম্ভব মীর কাশেম আলীর ফাসির রায় কার্যকর করা হউক। মিছিল সমাবেশ থেকে জামায়ত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।রিপোর্টার আলোকচিএ সাকিব আহমদ মুছা
বক্তারা বলেন যত দ্রুত সম্ভব মীর কাশেম আলীর ফাসির রায় কার্যকর করা হউক। মিছিল সমাবেশ থেকে জামায়ত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।রিপোর্টার আলোকচিএ সাকিব আহমদ মুছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন