সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য
চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক ছাত্রনেতা এমদাদুল হক স্বপন বুধবার
দিনভর ইউনিয়নের বশিয়া খাউরী, জয়সিদ্ধি গণসংযোগ শেষে শান্তিপুরে গণসংযোগ করে
এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এলাকার প্রবীন মুরব্বী মোঃ তাহির আলীর সভাপতিত্বে ও যুবনেতা সালাউদ্দিন
সুমনের পরিচালনায় মনির উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী কামাল
উদ্দিন, আয়না মিয়া, আব্দুল হক, হাবিব উদ্দিন, তাহির আলী, ফয়জুল ইসলাম, মনর
মিয়া, দবীর মিয়া, জাহির আলী, আনসার আহমদ, মকদুল আলী, জহির উদ্দিন, শফিক
মিয়া, আব্দুস সোহবান, এনামুল হক ভুইয়া, শাহনুর আহমদ প্রমুখ। এমদাদুল হক
স্বপন গণসংযোগ ও মতবিনিময় সভায় সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।রিপোর্টার আলোকচিএ সাকিব আহমদ মুছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন