সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ সরকার সউদি পা-চাটা।


সউদি আরব নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা দিয়েছে। 
বাংলাদেশ সরকার ব্লাসফেমী আইন করেছে।
সউদি আরব তাদের কল্পিত আল্লার 'ইমেজ' রক্ষায় বদ্ধপরিকর। 
বাংলাদেশ সরকার সউদি আল্লার ইমেজ রক্ষায় নাস্তিকদের জেলে ঢোকাচ্ছে।
সউদি পা-চাটা ইসলামিস্ট গুন্ডাবাহিনী বিশ্বজুড়ে নাস্তিকদের ওপর আক্রমন করছে।
বাংলাদেশ সরকার নাস্তিকদের হুঁশিয়ারী দিচ্ছে সীমা অতিক্রম না করবার। জেলের ভয় দেখাচ্ছে।
সউদি আরব ইসলামিক স্টেট বা ‌'দায়েশ' এর পেছনে অর্থ, অস্ত্র ঢালছে।
দায়েশ ঘোষণা দিয়েছে বাংলাদেশ তাদের পরবর্তী লক্ষ্য। প্যারিসের পরেই।
বাংলাদেশ সরকার ক্রমাগত অস্বীকার করছে বাংলাদেশে দায়েশের অস্তিত্ব।
সউদি সরকার ‌'সন্ত্রাস-বিরোধী' জোট করেছে। সেই জোটে ইরান, সিরিয়া, ইয়েমেন অনুপস্থিত।
বাংলাদেশ অতি আগ্রহের সাথে সেই জোটে অংশীদার হয়েছে।
সউদি আরবে ভিন্ন ধর্ম সম্পূর্ন নিষিদ্ধ। কোন মন্দির, চার্চ নির্মান সম্ভব নয়। 
বাংলাদেশে মসজিদে গ্রেনেড হামলা এবং গুলি হয়েছে, শিয়াদের তাজিয়া মিছিলে বোমা বিষ্ফোরণ হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর ক্রমাগত আক্রমন চলছে। দেশে হিন্দুদের সংখ্যা রাতারাতি নেমে গেছে। প্রতিদিনই বিবিধ মন্দিরে আক্রমন চলছে।
সউদি আরবে ব্লগ লেখার অপরাধে ব্লগার জেলে, বেত্রাঘাত নিয়তি। কবি জেলে ধর্মত্যাগের অপরাধে। সরকারী বিরোধী আন্দোলনকারীদের গন-শিরোচ্ছেদ নিয়মিত ঘটনা। 
বাংলাদেশে ব্লগার, প্রকাশক, বুদ্ধিজীবিরা আক্রান্ত হচ্ছে, হুমকি পাচ্ছে বিবিধ উপায়ে।
এ সবই বিচ্ছিন্ন ঘটনা।
বাংলাদেশ সুখে আছে, ভালো আছে।
বছরে একবার সমবেত সংগীতে জাতি জাগ্রত হয়।
রাজাকার নেড়েচেড়ে সরকার ভালোই দেশ এগিয়ে নিচ্ছে।
সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়, আবার খুলে দেয়। তারপরে সবার একাউন্টে ঢুকে পড়ার কল্পকাহিনী শোনায়।
বোকা বাঙালী সরকারের মুখপানে চেয়ে থাকে, নতুন নতুন বলদারগু পাবার আশায়।
বাংলাদেশ সুখে আছে, ভালো আছে। বিচ্ছিন্ন ঘটনায় সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে, যাচ্ছে।
----- সাকিব আহমদ মুছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন