নগরী থেকে ১১দিন ধরে তৌফিক এলাহি মুসা নামের একজন মাদরাসার ছাত্র নিখোঁজ
রয়েছে। সে নগরীর জামেয়া হাতিমিয়া হাফিজিয়া মাদরাসার হিফয নাজেরার ছাত্র ও
বিশ্বনাথ উপজেলার আবক্রপুর গ্রামের মো. হারিছ মিয়ার ছেলে।
জানা যায়, ২৮ ফেব্র“য়ারি রোববার সকাল সাড়ে ৭টার দিকে মাদরাসার কর্তৃপকে কোনো কিছু না বলে চলে যায়।
নিখাঁজ ছাত্র মুসাকে তাঁর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি
করে না পেয়ে শিবগঞ্জ মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আসরারুল হক ৫মার্চ
শনিবার শাহপরাণ থানায় সাধারণ ডায়েরী (নং-২২১) করা হয়।
নিখোঁজ ছাত্র মুসার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ফুট, ৫ইঞ্চি, পরণে নীল কালার পাঞ্জাবী ও পায়জামা ও গোল ঝালি টুপি ছিল।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তবে শিবগঞ্জ মাদাসার
কর্র্তৃপরে সাথে ০১৭১৫-২৩৭২৪৯ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। রিপোর্টার আলোকচিএ সাকিব আহমদ মুছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন