বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

সুনামগঞ্জের সিংচাপইড় ইউনিয়নের মানবসেবার মাঝি হতে চান সাংবাদিক সাকিব আহমদ মুছা

সুনামগঞ্জের  সিংচাপইড় ইউনিয়নের মানবসেবার মাঝি হতে চান সাংবাদিক সাকিব আহমদ মুছা

সুনামগঞ্জ ছাতক উপজেলার ৬নং সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিকল্পদ্বারা থেকে দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন সিলেট জেলা সাংবাদিক বিষয়ক সম্পাদক সাকিব আহমদ মুছা।
তিনি দলের সাংবাদিক দের সাথে নিয়ে এলাকায় নিয়মিত সামাজিকসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ৬নং সিংচাপইড় ইউনিয়নকে একটি আধুনিক পরিকল্পিত সুন্দর ও মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলব এবং আমার সৎচিন্তা ও ভাল কাজের মাধ্যমে দেশকে আরও ডিজিটাল করার লে এগিয়ে নিতে কাজ করবো। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে বিকল্প দ্বারায় মনোনয়ন পেয়ে সর্বস্তরের মানুষের সেবা ও ৬নং সিংচাপইাড় ইউনিয়নের উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। আমার বিশ্বাস তৃনমূল সাংবাদিক কর্মীদের চাওয়া ও দাবী পুরনে ও আমার সামাজিক কর্মকান্ড বিবেচনা করে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ সমাজসেবা ৬নং সিংচাপইড় ইউনিয়নে সাংবাদিক প্রার্থী হিসেবে আমাকে মনোনিত করবেন।
সুনামগঞ্জ থেকে সাকিব আহমদ মুছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন