রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

শুনেছি মসজিদের মুসল্লিরাই থাকে নাকি হত্যা করেছে।

লেখক: মো: সাকিব আহমদ মুছা


ইসকনে হামলার ঘটনা নিয়ে ইমাম আব্দুর রহমান তার ফেইসবুক পেইজএ ইসকনে মন্দিরে হিন্দু ও ধর্মপ্রান মুসলমান মুসল্লিদের মধ্যে হামলার ঘটনা প্রকাশ করেন । উক্ত ঘটনা নিয়ে ইমাম আব্দুর রহমান তার ফেইসবুক পেইজএ ইসকনে মন্দিরে হিন্দু ও মুসল্লিদের মধ্যে বেশ কিছু ঘটনা নিয়ে লেখা লিখির পর সিলেটের ওসমানীনগরের মসজিদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রহমান ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার হাত-পা বাঁধা ছিল। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। প্রশ্ন হল ইসকনের মন্দিরে হিন্দুদের ওপর হামলার পর যদি হিন্দুরা ইমাম আব্দুর রহমান-কে ফেইসবুকএ ঘটনার বিষয় লেখারপর ইসকনে হামলার প্রতিশুধ নিতে হিন্দুরা হত্যা করে ইমাম আব্দুর রহমান-কে। তাহলে আজ সিলেটের আলীম সমাজ অথবা ছাত্র সমাজ ও সিলেটের মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না। কার অপেক্ষায় দাড়িয়ে আছে মুসল্লিরা। প্রশ্ন কেন আজ আপনাদের কোন প্রতিবাদ দেখছি না। তাহলে কি বুঝব নিজেদের মধ্যে সমস্যার কারনেই ফেইসবুক এর ইসকন মন্দির ঘটনার সম্পর্কে লেখক মসজিদের ইমাম কে ফেইসবুকএ শুনেছি মসজিদের মুসল্লিরাই থাকে নাকি হত্যা করেছে। আমি উক্ত ঘটনার পুরো সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।

সম্পাদক নোটব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা' নিজ ওয়েবসাইট থেকে প্রকাশ করা হলো।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন