শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটে দস্তাবন্দি সম্মেলনের ২ দিনে বক্তারা ইসলাম ও মহানবীর অবমাননা করে কেউ রা পাবেনা

sakib ahmad ..... সিলেটে জামিয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেটের ৩ দিনব্যাপী ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় শেষ হয়েছে। বক্তারা বলেন, পৃথিবীর তাগুতি শক্তি আজ আধা জল খেয়ে মাঠে নেমেছে ইসলাম, মুসলমান ও ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্যে। পশ্চিমা শিক্ষা ব্যবস্থা আদর্শ মানব গঠন ও জাতির প্রত্যাশা পূরণে চরম ভাবে ব্যর্থ প্রমাণিত হওয়ায় আজ ইসলামী শিক্ষার্জনের প্রতি মানব গোষ্ঠির আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশ^ব্যাপী ইসলামের প্রচার প্রসারে দেখে মানবতা বিরোধী চক্র ক্ষেপে উঠেছে। তারা জঙ্গিবাদ সহ বিভিন্ন মিথ্যা অপবদা দিয়ে ইসলামী শিক্ষার নিখুঁত ধারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দিতে যাচ্ছে। বক্তাগণ বলেন, দেশের ইসলামী সভা সমাবেশ এবং মাদ্রাসা সমূহের ঐতিহ্যের ধারা দস্তারবন্দী সম্মেলন অব্যাহত থাকলে। ইসলাম বিরোধীদের স্বপ্ন পূরণ হবে না। বক্তাগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের সর্তক করে বলেন, ইসলাম ও মহানবীর অবমাননা করে কেউ রা পাবেনা। শতকরা ৯৫% মসুলমানের দেশে ইসলামের অবমাননা বরদাস্ত করা হবে না। তারা বলেন, কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ যারা কুরআনের শিক্ষা বিরোধী তারা খোদাদ্রোহী। তাই খোদাদ্রোহীদের পরিণতি শুভ হবেনা। ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহিববুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল হক শায়খে বানারই, মুফতী ওলিউর রহমান ও মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। সম্মেলন উপস্থাপনায় ছিলেন যথাক্রমে সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতী জাকারিয়া, হাফিজ মঞ্জুর আহমদ, জামিয়ার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মাওলানা আখতার হোসেন। দ্বিতীয় দিন বয়ান পেশ করেন আওলাদে রাসুল সৈয়দ সালমান মনছুরপুরী, সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদীস মনছুরুল হাসান রায়পুরী, মাওলানা বদর উদ্দীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হোসাইন, হাফিজ মাওলানা মউদুদ্দীন আহমদ, মাওলানা মাশুক আহমদ সালামী, অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মনজুরুল হক চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা ইউসুফ, মাওলানা আলী নূর, ইসরাইল মিয়া, ফারুক আহমদ মিছবাহ, হুমায়ুন আহমদ মাসুক, সমাজকর্মী মুহাম্মদ মুজিবুর রহমান নানু মিয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন