সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

প্যারিস বৈশাখী বর্ষবরন প্রস্তুতি স্বরলিপি শিল্পীগোষ্ঠী

প্যারিস বৈশাখী বর্ষবরন প্রস্তুতি স্বরলিপি শিল্পীগোষ্ঠী

সাকিব আহমদ মুছা ফ্রান্সথেকে- ১৪২৩ বাংলার বৈশাখী বর্ষবরন প্রস্তুতি উপলক্ষ্যে, ফ্রান্স প্রবাসী, একদল বাংলাদেশি "স্বরলিপি শিল্পিগোষ্ঠীর" উদ্যোগে, অতি আগ্রহ ও দায়িত্বের সাথে পালন করলো এক প্রস্তুতি সভার অনুষ্ঠান।

বাংলার পুরুনো ঐতিহ্য ধরে রাখতে ও লাল সবুজের রং ছড়িয়ে দিতে, প্রতিবারের তুলনায়, এবার এক মন মাতানো আয়োজনে প্যারিসে, ফ্রান্স প্রবাসী বাংলাদেশী, স্বরলিপি শিল্পিগোষ্ঠী, আরো গুনগত মানসম্মত ব্যাপক প্রস্তুতি সহ নৃত্য নতুন বৈশাখী গানের রিয়ারসেল।

গতকাল  সন্ধ্যা ৬ঘটিকা হইতে রাত ১১ঘটিকা পর্যন্ত, ফ্রান্সের রাজধানী প্যারিস শহর এর Place de la République এক "হল রুমে" স্বরলিপি শিল্পিগোষ্ঠীর আয়োজনের প্রস্তুতি সভায় জানায়, ১৪২৩ বাংলার বৈশাখী বর্ষবরন সফলে, ইতি মধ্যে তারা ধাপে ধাপে না না ধরনের প্রদক্ষেপ গ্রহন নিয়ে আগাছে।

স্বরলিপি শিল্পিগোষ্ঠী  মনে করে, বৈশাখ মানে বাংলার পুরাতন রূপ, বৈশাখের সাথে মিশে আছে বাংলার পুরানো ঐতিহ্য। তাই ১৪২৩ বাংলার বৈশাখ দিয়ে, স্বরলিপি শিল্পিগোষ্ঠী এবার নজর রাখাবে, ফ্রান্স সহ গোটা ইউরোপের।
বর্ষবরন উদযাপনের আনন্দে, প্যারিস এ  স্বরলিপি শিল্পিগোষ্ঠী, বিভিন্ন দলে দলা বদ্ধ হয়ে, নিজ নিজ স্থানে গানে গানে বাংলার ঐতিহ্য তুলে দিতে, তাদের ব্যাপক প্রস্তুতি চলছে। ১৪২৩ বাংলার প্রস্তুতি সফলে, স্বরলিপি শিল্পিগোষ্ঠী, তারা পৃথক পৃথক গানের শেষের দিকে এক যৌত গানের মধ্যদিয়ে প্রস্তুতি সভার সমাপ্তি টানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন